এক বছরের অপেক্ষার অবসান, মুক্তি পাচ্ছে অক্ষয়-ক্যাটরিনার ‘সূর্যবংশী’
গত বছর ২৩ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল বলিউড পরিচালক রোহিত শেট্টির 'সূর্যবংশী'র। তবে করোনা মহামারির জেরে শিকেয় উঠে সেই পরিকল্পনা। ভারতে সিনেমা-হল বন্ধ হওয়ার আগেই ছবির মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন পরিচালক।
এরপর নির্দিষ্ট সময়ের অন্তরালে গুঞ্জন উঠেছে, অক্ষয়-ক্যাটরিনা জুটির এই ছবি নাকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। তবে বরাবরই সেই জল্পনা উড়িয়ে দিয়েছে প্রযোজনা সংস্থা।
গত বছর অক্টোবরে সিনেমা-হল খোলার পরেও বলিউডের বক্স অফিসে সেভাবে নতুন ছবি মুক্তি পায়নি। নতুন বছরে হাতেগোনা দুয়েকটি ছবি মুক্তি পেলেও, বিগ বাজেট বা এ-লিস্টারদের ছবি চোখে পড়েনি। দীর্ঘদিন ধরে ভক্তরা অপেক্ষা করছিলেন 'সূর্যবংশী'র মুক্তির। অবশেষে রোববার পরিচালক রোহিত শেট্টির জন্মদিনেই ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন অক্ষয়-ক্যাটরিনারা।
এদিন একটি ভিডিও পোস্টে অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমরা কথা দিয়েছিলাম আপনাদের সবাই একটা সিনেমাটিক অভিজ্ঞতা দেওয়ার। সেটাই আপনারা পাবেন। অপেক্ষা অবশেষে মিটল! আসছে পুলিশ… আসছে সূর্যবংশী, সারা বিশ্বের সিনেমা হলে আগামী ৩০ এপ্রিল ২০২১।'
রোহিতের কপ ইউনিভার্সের চার নম্বর ছবি 'সূর্যবংশী'। ছবিতে ক্যামিও রোলে থাকছেন 'সিংহম' অজয় দেবগণ ও 'সিম্বা' রণবীর সিং। গত বছর মার্চের শুরুতেই মুক্তি পেয়েছিল সূর্যবংশীর চোখ ধাঁধানো ট্রেলার।
২৬/১১ মুম্বাই হামলার পর ফের লস্কর-ই-তৈবা'র নিশানায় মায়ানগরী মুম্বাই। সেই সন্ত্রাসবাদী হামলা থেকে শহরকে রক্ষা করার ভার পড়েছে মুম্বাই অ্যান্টি টেরোরিজম টিমের দুঁদে অফিসার সূর্যবংশীর ওপর। যে ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। এই কাজে খিলাড়ি কুমারকে সহায়তা করবেন তার দুই সহকর্মী-সিংহম ও সিম্বা।
এই ছবির মাধ্যমে ১০ বছর পর রুপালি পর্দায় ফিরছে আক্কি-ক্যাট জুটি। 'সূর্যবংশী'তে অক্ষয়ের স্ত্রীর চরিত্রে রয়েছেন ক্যাটরিনা। শেষবার 'তিসমার খান' (২০১০) ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। 'নমস্তে লন্ডন', 'সিং ইজ কিং', 'ওয়েলকাম ব্যাকে'র মতো সুপারহিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন অক্ষয়-ক্যাটরিনা।
রোহিত শেট্টি পিকচার্স, ধর্মা প্রোডাকশন এবং অক্ষয় কুমারের কেপ অব গুড ফিল্মসের যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি।