এনসিবির হেফাজতে বিজ্ঞানের বই পড়ে সময় কাটাচ্ছেন আরিয়ান
আপাতত ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে আছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শনিবার রাতে মাদককাণ্ডে আটক ও রবিবার গ্রেপ্তারের পর থেকেই খবরে তিনি। এমনিতেই শাহরুখের ছেলে-মেয়েদের নিয়ে আমজনতার উৎসাহ কমার নাম নেয় না! আরিয়ান-সুহানা-আব্রামের খবর আর ছবি পেলে লুফে নেন শাহরুখের অনুরাগীরা! আর সেখানে এত বড় বিতর্ক!
শোনা যাচ্ছে, এনসিবির পক্ষ থেকে দফায় দফায় জেরা করা হচ্ছে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকে। তাদের ফোনও ফরেনসিক টিমের কাছে পাঠানো হয়েছে বিস্তারিত তথ্যের জন্য। তবে ফাঁকা সময়ে পড়ার জন্য বিজ্ঞানের বই দেওয়া হয়েছে আরিয়ানকে। যা সে নিজেই এনসিবির কাছে চেয়েছিল পড়ার জন্য, ইন্ডিয়া টুডে-র এক রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।
আপাতত এনসিবির দপ্তরে আটককৃতদের খাবার আনানো হচ্ছে সদর দপ্তরের কাছের এক রাষ্ট্রীয় হিন্দু রেস্তোরাঁ থেকে। এর কারণ হল, অফিস চত্বরে ঘরে রান্না করে খাবার খাওয়া নাকি নিষিদ্ধ।
শনিবার রাতে এক প্রমোদতরী থেকে ফিল্মি কায়দায় আটক করা হয় আরিয়ান খান-সহ আরও অনেককে। যাদের মধ্যে আছে তিন হাই-প্রোফাইল নাম- শাহরুখ পুত্র আরিয়ান খান, মুম্বাইয়ের মডেল মুনমুন ধমেচা ও আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট। শনিবার রাতভর জেরার পর রবিবার দুপুরের দিকে গ্রেপ্তার করা হয় তাদের। সোমবার আদালতের পক্ষ থেকে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতে থাকবেন তারা। আপাতত আরিয়ানের জামিনের চেষ্টা করে যাচ্ছেন তার আইনজীবী। আগামীকাল ফের আদালতে তোলার কথা আছে আরিয়ানকে।