ওয়ারফেজের গিটারিস্ট অনি ও সামিরের মধ্যে তুলনায় ক্ষুব্ধ কমল
মূলত যার হাতে ১৯৮০-এর দশকে গড়ে ওঠে দেশের কিংবদন্তিতুল্য রক ব্যান্ড 'ওয়ারফেজ', তিনি ইব্রাহিম আহমেদ কমল। দেশের রক মিউজিকের অন্যতর শীর্ষ এই গিটারিস্ট দীর্ঘ ক্যারিয়ারে একাধিকবার নিজের হাতে গড়া এই ব্যান্ডে আসা-যাওয়া করেছেন।
'ওয়ারফেজ'-এ থাকুন বা না থাকুন, ব্যান্ডটির বেশ কিছু জনপ্রিয় গানের কথা ও সুর তারই। আর এ ব্যান্ডের গিটারের মূর্ছনার প্রসঙ্গ এলেই আপনা-আপনি চলে আসে কমলের নাম।
অন্যদিকে, 'ওয়ারফেজ'-এর নতুন প্রজন্মের দুই গিটারিস্ট অনি হাসান ও সামির হাফিজকে নিয়েও আগ্রহের কমতি নেই অনুরাগীদের। এরমধ্যে বেশ কিছুদিন আগেই অনি পাড়ি জমিয়েছেন বিদেশে। তবু তার প্রসঙ্গ ঘুরে-ফিরে আসে আলোচনায়। কেউ কেউ বর্তমান গিটারিস্ট সামিরের সঙ্গে তার তুলনাও টানেন।
ইউটিউবে বেশ কিছুদিন আগে এমনই এক তুলনামূলক কনটেন্ট নিয়ে সম্প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কমল।
বৃহস্পতিবার রাত ২টায় এই সিনিয়র গিটারিস্ট তার ফেসবুক পেজে 'তিতা-কথা' শিরোনামে ইংরেজিতে একটি পোস্ট প্রকাশ করেন।
কমল লিখেন, 'এইসব ইউটিউব কনটেন্ট কারা লিখেন এবং এদের বিরুদ্ধে অনি হাসান ও সামির হাফিজ কেন মামলা করেননি, ভেবে অবাক হই। বিভাজন তৈরির এবং অসন্তোষজনক গোপন অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরির এ এক খারাপ তরিকা। এটি আমাদের মধ্যে একত্রিত হওয়ার কোনো সুযোগ না রেখে, বিভক্তি গড়ে দেয়। সম্পর্কগুলো ধ্বংস করে দেয়।'
'গিটারের লড়াই আসলে একটি লাইভ কনসার্ট গিমিক। আমরা স্বতঃস্ফূর্তভাবে এইসব ভেলকি দেখাই,' বলেন তিনি।
'চেলসি বনাম টটেনহামের প্রতিযোগিতা হতে পারে। কমল বনাম শিশির, কিংবা অনি বনাম সামিরের মধ্যে প্রতিযোগিতা হওয়ার কিছু নেই, যদি না আমরা একসঙ্গে কাজ করি।'
তিনি আরও লিখেন, 'অনি হাসান, সামির হাফিজ ও শিশির আহমেদ- এই তিনজনের সঙ্গেই ২০০৫ সাল থেকে আমি গিটার বাজিয়েছি। তারা যে যার মতো অনন্য। তাদের সক্ষমতা আমার জানা। তাদের টেকনিক্যাল ব্যাপার-স্যাপার, শক্তি ও প্যাশন, মিউজিক্যাল ইউনিকনেস আমি জানি।'
এইসব 'অসুস্থ প্রতিযোগিতা' থেকে ওয়ারফেজ অনুরাগীদের দূরে থাকার আহ্বান জানান কমল।