কপিরাইট লঙ্ঘনের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মাইলসের মামলা
ব্যান্ডের ভোকালিস্ট হামিন আহমেদ ও কীবোর্ডিস্ট মানাম আহমেদ রোববার ঢাকা মেট্রোপলিটন সেশন জজ কোর্টে এ মামলা দায়ের করেন।
দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করেছেন জনপ্রিয় রক ব্যান্ড মাইলসের দুই সদস্য।
ব্যান্ডের ভোকালিস্ট হামিন আহমেদ ও কীবোর্ডিস্ট মানাম আহমেদ রোববার ঢাকা মেট্রোপলিটন সেশন জজ কোর্টে এ মামলা দায়ের করেন।
কপিরাইট আইন ২০০০-এর ৭১, ৮২ ও ৯১ ধারায় মামলাটি করা হয়েছে।
এ মামলায় বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, চিফ কমপ্লাইয়েন্স অফিসার এম নুরুল আলম এবং চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাঘাসিয়াকে অভিযুক্ত করা হয়েছে।