করোনার কারণে বড়পর্দার বদলে ওটিটিতেই মুক্তি পাবে বনশালির ‘গঙ্গুবাঈ’?
সমস্যা পিছুই ছাড়ছে না 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র। প্রায় প্রথম থেকেই সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে বলিউডের প্রখ্যাত চলচ্চিত্রকার সঞ্জয় লীলা বনশালির এই ছবি।
গত বছর এই ছবি শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে করোনা মহামারিতে আক্রান্ত হয় গোটা ভারত। পরিস্থিতি মোকাবিলা করতে দেশজুড়ে জারি হয় লকডাউন। স্বাভাবিকভাবেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সমস্ত ছবির শুটিং। উপায় না থাকায় 'গঙ্গুবাঈ'র জন্য বানানো কোটি কোটি টাকার সেট ভেঙে ফেলতে হয়।
এরপর দীর্ঘ সময়ের পর দেশটির কেন্দ্রের তরফে অনুমতি পাওয়ায় এই ছবির শু টি শুরু হলেও শোনা গিয়েছিল ছবিতে একটি আইটেম নম্বরে নাচের প্রস্তাব পরিচালকের সঙ্গে ব্যক্তিগত মতবিরোধে ফিরিয়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।
শুটিং এগোলেও ফের ছবির ইউনিটের কয়েকজন কলাকুশলী করোনা আক্রান্ত হওয়ায় বাধ্য হয়ে বন্ধ করতে কাজ। হোম কোয়ারেন্টাইনে চলে যান পরিচালক বনশালি থেকে শুরু করে মুখ্য অভিনেত্রী আলিয়া ভাট।
কয়েকদিন পর ফের শুটিংয়ের তোড়জোড় শুরু করা হলে করোনা আক্রান্ত হন স্বয়ং বনশালি ও আলিয়া!
এবার জানা গেছে, বর্তমানে পরিস্থিতি খতিয়ে দেখে প্রেক্ষাগৃহের পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পেতে পারে এই ছবি। যদিও ৩০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল এটির।
তবে সূত্রের খবর, শুধুই বিরাট অংকের টাকার লোভনীয় প্রস্তাব পেয়ে এই সিদ্ধান্তে আসছেন না বনশালি। বর্তমানে যা পরিস্থিতি, তাতে প্রেক্ষাগৃহে ছবি মুক্তি দেওয়া এক কথায় অসম্ভব। মুম্বাইয়ে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে। তাই হয়তো ভবিষ্যতেও বনশালির কাছে অন্য কোনো 'চয়েস'ও থাকবে না।
অন্যদিকে, রোহিত শেট্টিও ঘোষণা করে বড়পর্দা থেকে পিছিয়ে দিয়েছেন 'সূর্যবংশী' ছবির মুক্তি। জোর ফিসফাস, বড়পর্দা থেকে পিছিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে সালমান খানের 'রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই'য়েরও।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় নিজেই এরকম ইঙ্গিত দিয়েছেন খোদ সালমান। তাই শেষ পর্যন্ত বনশালি কী পদক্ষেপ নেন, তা দেখার অপেক্ষায় রয়েছে বলিউড।