কার্ট কোবেইনের গিটার: বিক্রি হলো ৫১ কোটি টাকায়!
অকালপ্রয়াত আমেরিকান রকস্টার, 'নির্ভানা' ব্যান্ডের গায়ক ও গিটারিস্ট কার্ট কোবেইনের একটি গিটার শনিবার দেশটির ক্যালিফোর্নিয়ায় এক নিলামে ৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৫০ কোটি সাড়ে ৯৪ লাখ টাকায় বিক্রি হয়েছে। মৃত্যুর মাত্র কয়েক মাস আগে, ১৯৯৩ সালে 'এমটিভি আনপ্লাগড' অনুষ্ঠানে এ গিটার বাজিয়েই গান গেয়েছিলেন তিনি।
'১৯৫৯ মার্টিন ডি-১৮ই' মডেলের এই গিটার কোবেইন তার ব্যান্ডের বিরল সেই অ্যাকুয়েস্টিক পারফরম্যান্সে বাজিয়েছিলেন। খবর গার্ডিয়ানের।
ওই নিলামে গিটারটির ভিত্তিমূল্য ধরা হয় ১ মিলিয়ন ডলার। পর পর কয়েকটি বিশ্ব রেকর্ড ভেঙে ৬ মিলিয়ন ১০ হাজার ডলারে বিক্রি হয় এটি। কিনে নিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যবসায়ী পিটার ফ্রিডম্যান।
নিলামের আয়োজক জুলিয়েন'স অকশনস জানিয়েছে, পৃথিবীর সবচেয়ে দামি গিটার ও সবচেয়ে দামি স্মারকসহ পাঁচটি বিশ্ব রেকর্ড গড়েছে এই গিটার।
১৯৯৩ সালের ১৮ নভেম্বর নিউইয়র্কের ওই শোতে 'অ্যাবাউট অ্যা গার্ল' ও 'অল অ্যাপোলাইজিস' গানে গিটারটি বাজিয়েছিলেন কোবেইন। এর পাঁচ মাস পর মাত্র ২৭ বছর বয়সে মারা যান রক মিউজিকের এই কিংবদন্তি।