কোভিড রোগীদের পাশে দাঁড়িয়েও ট্রোলের শিকার স্বস্তিকা, দিলেন কড়া জবাব
করোনা আবহে বেহাল ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। মিলছে না প্রয়োজনীয় রক্ত। চারদিকে হাহাকার! এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় কোভিড রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন, রক্ত কিংবা হাসপাতালের বেডের ঠিকানা খুঁজে দিতে ব্যস্ত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
তবে শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই ক্ষান্ত থাকেননি তিনি। নিজে মহামারি আক্রান্তদের পাশে থাকতে রক্তদান করলেন।
শুধু রক্ত দিয়েই চুপ থাকলেন না, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাখলেন জরুরি আর্তিও। স্বস্তিকা লিখেন, 'কথা তো অনেক দিলেন। এবার রক্ত দিন। আর সঙ্গে বন্ধু-বান্ধবীদেরও নিয়ে যান।'
স্বস্তিকার এই পদক্ষেপের প্রশংসা করছেন অনেকেই, তবে নিন্দুকদেরও অভাব নেই! তার পোস্ট করা সেই ছবি দেখেই এক নেটিজেন বাঁকা প্রশ্ন করে বসেন, 'হাতে এত কাটা দাগ কেন?'
স্বভাবসিদ্ধ ভঙ্গিকে সেই ব্যক্তিকে সপাট উত্তর দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার ঝাঁঝালো জবাব, 'হাতটা আমার রাখব না কাটব, সেটা আমায় বুঝতে দিন, আপনি একটু রক্ত দিয়ে আসুন।'
আসলে স্বস্তিকা ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই উঁকিঝুঁকি, সমালোচনার অন্ত নেই। কিন্তু ক্যারিয়ারের পিচে বরাবরই সেইসব অবান্তর বিষয়কে স্ট্রেট ব্যাটেই খেলতে ভালোবাসেন এই টলিউড সুন্দরী। ট্রোলারদের বরাবরই পালটা জবাব দিতে পিছিয়ে আসেন না স্বস্তিকা। তার ঠোঁটকাটা ইমেজকে সকলেই 'সমঝে' চলে।
সোশ্যাল মিডিয়া ট্রোলিং স্বস্তিকার কাছে জলভাত। এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাসখানেক আগে তিনি বলেছিলেন, 'বিশ্বব্যাপী এত পরিবর্তনের মাঝে আমরা আশা করেছিলাম মানুষের ধ্যান-ধারণার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অবশ্যই হয়েছে; তবে তা শুধুই নিম্নগামী বা নরকের পথে পরিবর্তন। আজ শুধু আমি কেন, যেকোনো মেয়ে যদি পুরুষের মতো মদের দোকানে যায়, শর্টস পরে, সিগারেট খায়, সাথে সাথে প্রশ্ন উঠবে। কিন্তু চুপ করে থাকার তো কোনো মানে নেই, প্রতিবাদ করতে হবে। না করলে সোশ্যাল মিডিয়াতে থাকারও মানে নেই।'