গ্যাল গ্যাডট: বড় পর্দার নতুন ক্লিওপেট্রা
প্রাচীন মিসরের কিংবদন্তি শাসক ক্লিওপেট্রাকে ঘিরে চলচ্চিত্র হচ্ছে আবারও। তাতে নামভূমিকায় অভিনয় করার মাধ্যমে 'ওয়ান্ডার ওম্যান' নির্মাতা প্যাটি জেনকিনসের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট।
ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয় করে ইতোমধ্যেই খ্যাতি কুড়িয়েছেন গ্যাল। এবার প্যারামাউন্ট ফিল্মসের আসন্ন চলচ্চিত্রে মিসরের ইতিহাসখ্যাত রানির ভূমিকায় দেখা যাবে তাকে।
সম্প্রতি টুইটবার্তায় এই অভিনেত্রী ঘোষণা দেন, মিসরের রানি ক্লিওপেট্রার কাহিনি নতুন রূপে বড় পর্দায় হাজির করতে তিনি রোমাঞ্চিত।
এর আগে, ১৯৬৩ সালে মুক্তি পাওয়া জোসেফ এল. ম্যানকিউইচের চলচ্চিত্র 'ক্লিওপেট্রা'য় নামভূমিকায় অভিনয় করেন এলিজাবেথ টেইলর। সেই থেকে ক্লিওপেট্রা বলতেই এলিজাবেথের মুখ ভেসে ওঠে অনেকের মনে। সেই খ্যাতিতে গ্যালি কতটা ভাগ বসাতে পারবেন, সময়ই বলে দেবে।
- সূত্র: আরব নিউজ