চলে গেলেন বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি সংগীত পরিচালক এন্নিও মররিকোনে
৯১ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন অস্কারজয়ী ইতালিয়ান ফিল্মস্কোর কম্পোজার এন্নিও মররিকোনে।
সোমবার ভোরে ইতালির রোমের একটি হাসপাতালে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেন তিনি; আর ঢলে পড়েন মৃত্যুর কোলে। সিএনএনকে এসব তথ্য জানিয়েছেন চলচ্চিত্রের কিংবদন্তি ওই সংগীত পরিচালকের আইনজীবী জিওর্জিও আসসুম্মা।
'স্পাগেত্তি-ওয়েস্টার্ন' চলচ্চিত্রধারার প্রবর্তক হিসেবে খ্যাত ইতালিয়ান মাস্টার ফিল্মমেকার সের্জিও লিওনির বিখ্যাত চলচ্চিত্র 'দ্য গুড, দ্য বেড অ্যান্ড দ্য আগলি' (১৯৬৬) ও 'ওয়ানস আপোন অ্যা টাইম ইন দ্য ওয়েস্ট'-এর (১৯৬৮) ব্যাকগ্রাউন্ড মেলোডিগুলো মররিকোনেকে বিশ্ব চলচ্চিত্রে বিখ্যাত করে তোলে।
স্পাগেত্তি-ওয়েস্টার্ন ধারার চলচ্চিত্রে রোমাঞ্চ ও উত্তেজনাপূর্ণ সংগীত সৃষ্টিতে নিজেকে অদ্বিতীয় করে তোলেন এই ইতালিয়ান কম্পোজার। ২০১৬ সালে কুয়েন্টিন ট্যারান্টিনোর 'দ্য হেটফুল এইট' চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের জন্য তিনি অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন। এর আগেও অস্কারে পাঁচবার নমিনেশন পেয়েছিলেন তিনি। এছাড়া ২০০৭ সালে তাকে আজীবন সম্মাননা হিসেবে অস্কারে 'অনারারি অ্যাওয়ার্ড' দেওয়া হয়।
রোমে জন্ম নেওয়া এই কম্পোজার পাঁচ শতাধিক চলচ্চিত্রে সংগীত রচনা করেছেন। শুধু ওয়েস্টার্ন ধারা নয়, 'দ্য মিশন' ও 'সিনেমা প্যারাডিসো'র মতো ক্লাসিক ধারার চলচ্চিত্রেও তার রচিত সংগীত তাকে অমর করে রাখবে।
আসসুম্মা জানিয়েছেন, খুবই সাদামাটা শেষকৃত্য করার অনুরোধ রেখে গেছেন মররিকোনে।
কিংবদন্তি এই কম্পোজারের মৃত্যুতে শোক জানিয়ে টুইট বার্তায় ইতালির প্রধানমন্ত্রী জ্যুসেপ্পে কন্তে লিখেছেন, 'মায়েস্ত্রো এন্নিও মররিকোনের শিল্প প্রতিভা আমরা চিরকাল অশেষ কৃতজ্ঞতায় মনে রাখব।'
এই 'স্বতন্ত্র' প্রতিভার অধিকারী শিল্পীর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে ইতালির রাষ্ট্রপতি সের্জিও মাত্তারেল্লা বলেছেন, 'একইসঙ্গে একজন পরিশীলিত ও জনপ্রিয় মিউজিশিয়ান হিসেবে তিনি বিংশ শতকের দ্বিতীয় ভাগের মিউজিকের ইতিহাসে নিজের গভীর চিহ্ন এঁকে রেখে গেছেন। তিনি তার সাউন্ডট্র্যাকের মাধ্যকে দুনিয়াজিড়ে ইতালির মর্যাদা ব্যাপক মাত্রায় ছড়িয়ে দিয়ে গেছেন।'
- সূত্র: সিএনএন