চার দশক পর নতুন অ্যালবাম নিয়ে আসছে ‘অ্যাবা’
৪০ বছর পর নিজেদের নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে সত্তরের দশকের সাড়া জাগানো সুইডিশ পপ সঙ্গীত ব্যান্ড 'অ্যাবা'। আগামী ৫ নভেম্বর তাদের নতুন অ্যালবাম 'ভয়েজ' মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শুধু তাই নয়, ভক্তদের জন্য ভার্চুয়াল কনসার্ট আয়োজনের সিদ্ধান্তও নিয়েছে তারা। সে উদ্দেশ্যে লন্ডনের অলিম্পিক পার্কে একটি বিশেষ ভেন্যু বানানো হয়েছে, যেখানে ব্যান্ডের সদস্যদের ভার্চুয়াল অবতার পারফর্ম করবে। আগামী বছরের মে থেকে শুরু হবে এই কনসার্ট।
সপ্তাহে ছয় দিন রাতে শো করবে দলটি, যেখানে অ্যাবা'র সদস্যরা ডিজিটাল রূপে হাজির হবেন।
'অ্যাবা-টারস' এর ধারণাটি প্রথম ২০১৬ সালে তাদের মাথায় আসে। 'স্টার ওয়ারস' এর স্রষ্টা, জর্জ লুকাসের ভিজুয়াল ইফেক্ট কোম্পানি 'ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড মিউজিক' সেই ভার্চুয়াল অবতারের নকশা করে।
'মামা-মিয়া' ও 'ওয়াটারলু' গায়কেরা একটি স্টেজ শো উপলক্ষে কাজ করছিলেন। তখনই তারা স্টুডিওতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৮২ সালে দলটির সদস্যরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন।
গেল আগস্টে, দলটি 'অ্যাবা ভয়েজ' সাইট চালু করে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য ভক্তদেরকে সেখানে সাইন-আপ করতে উদ্বুদ্ধ করা হয়।
অ্যাবা'র নতুন অ্যালবামে থাকছে ১০ টি গান। বৃহস্পতিবার বিশ্বব্যাপী প্রচারিত এক সংবাদ সম্মেলনে অ্যালবাম প্রকাশের ঘোষণা দেয় সুইডিশ এই ব্যান্ড।
- সূত্র: সিএনএন