৪০ বছর পর পুনর্মিলনে আবারও অন্তরঙ্গ অ্যাবা'র শিল্পীরা
সুইডিশ পপ সংগীত ব্যান্ড অ্যাবা'র তারকা বেনি অ্যান্ডারসনের ছেলে লুডভিগ জানিয়েছেন, নতুন অ্যালবাম 'ভয়েজ'-এর রেকর্ডিংয়ে দলের কারও মধ্যেই কোনো ক্ষোভ দেখা যায়নি। বরং সবাই অন্তরঙ্গ হয়ে কাজ করায় খুব দ্রুত রেকর্ডিং শেষ করতে পেরেছেন তারা।
অ্যাগনেথা ফ্যালস্কু (৭১), বিয়র্ন ক্রিস্তিয়ান (৭৬), বেনি অ্যান্ডারসন (৭৪) ও অ্যানি-ফ্রিদ লিংস্তদ (৭৫)--এই চতুষ্টয়ের সমন্বয়ে দীর্ঘ ৪০ বছর পর নতুন স্টুডিও অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে অ্যাবা। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সেই ঘোষণা দিয়েছে দলটি। পাশাপাশি, ভার্চুয়াল অবতারে আবির্ভূত হয়ে কনসার্টেরও ঘোষণা দিয়েছে তারা।
সম্প্রতি নতুন এক সাক্ষাতকারে অ্যাবা সম্পর্কে কথা বলেন লুডভিগ (৩৯)। অ্যাবা'র আসন্ন শোগুলো প্রযোজনায়ও কাজ করবেন তিনি। লুডভিগের ভাষ্যে, "চার দশক পর যখন তারা একত্র হলেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন ১৯৭৯ সালে ফিরে গেছেন এবং সবকিছু একদম স্বাভাবিক!"
শোয়ের আরেক প্রযোজক, সাভানা গিসলা এবং লুডভিগ, দুজনেই দ্য মিরর'কে জানান প্রথম রেকর্ডিংয়ের কথা, "তারা এক কথায় দুর্দান্ত ছিলেন, যেন নিজেদের জন্যই গাইছিলেন! কারণ তারা ঠিক করেছিলেন, গানটা যদি নিজেদের পছন্দ না হয়; তাহলে অন্য কারও সামনে এটা বাজাবেনই না।
লুডভিগ আরও যোগ করেন, "আমি তাদের কারও মধ্যে কোনো বিরক্তি, ক্ষোভ বা অসহিষ্ণুতা দেখিনি। এক মুহূর্তের জন্যও তারা বলেননি, 'ঠিক আছে। এর পরে আমরা আর গাইবো না।'"
অ্যাবা'র এই হঠাৎ প্রত্যাবর্তন সম্পর্কে লুডভিগ জানান, সত্তরের দশকে যেই গানের মাধ্যমে তারা আন্তর্জাতিক তারকাখ্যাতি পেয়েছিলেন; সেই সুদিন এখনো আছে-এমনটা উপলব্ধি করার পরেই তারা ফিরে এসেছেন।
শুধু তাই নয়, অ্যাবা'র শিল্পীদের আসলে গুটিকয়েক গান রেকর্ডিংয়ের কথা থাকলেও; তাদের সখ্যতা এতটাই জমে যায় যে 'ভয়েজ' এর জন্য ১০ টি গান গেয়েছেন তারা।
অ্যালবাম সম্পর্কে বিয়র্ন বলেন, "প্রথম গানটি ছিল 'আই স্টিল হ্যাভ ফেইথ ইন ইউ'। এটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম, গানটা আমাদের জন্যই তৈরি! ৪০ বছর পর নতুন অ্যালবাম মুক্তি দেওয়া এবং আজকের দিন পর্যন্ত পুরনো বন্ধুদের সঙ্গ উপভোগ করা, একে অপরের প্রতি বিশ্বস্ততা, এরকম আর কোথায় পাবেন আপনি? কোথাও না!"
নতুন রূপে হাজির হওয়ার জন্য গত ৪০ বছরে এই প্রথম বেনি ও বিয়র্নকে তাদের দাড়িগোঁফ বিসর্জন দিতে হয়েছে বলেও জানান গিসলা।
লন্ডনের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে অবস্থিত, ৩০০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ভেন্যু, 'অ্যাবা অ্যারেনা'তে অনুষ্ঠিত হবে তাদের ডিজিটাল কনসার্ট। কনসার্ট শুরুর সময়সূচি নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের ২৭ মে। কনসার্টে অ্যাবা'র দুটি নতুন গান 'আই স্টিল হ্যাভ ফেইথ ইন ইউ' এবং 'ডোন্ট শাট মি ডাউন'সহ আসন্ন অ্যালবামের গানগুলোও শুনতে পাবেন দর্শকেরা।
অ্যাবা'র নতুন অ্যালবাম 'ভয়েজ' মুক্তি পাবে আগামী ৫ নভেম্বর। এর আগে তাদের সর্বশেষ অ্যালবাম, 'দ্য ভিজিটরস' মুক্তি পেয়েছিল ১৯৮১ সালে।
ভেন্যু হিসেবে লন্ডনকেই কেন বেছে নিলেন, এই প্রশ্নের জবাবে বেনি বলেন, 'এটাই সঠিক জায়গা, কারণ সবাই সাধারণত এখানেই কনসার্ট ও শো করার জন্য আসে।'
লন্ডনে দেড় ঘণ্টাব্যাপী এই ট্যুরে ২২ টি গান করবে অ্যাবা।
- সূত্র: ডেইলি মেইল