সুইডিশ ব্যান্ড ‘অ্যাবা’র গিটারবাদক লাসে ওয়েল্যান্ডার আর নেই
সত্তরের দশকের সাড়া জাগানো সুইডিশ পপ সঙ্গীত ব্যান্ড 'অ্যাবা'র দীর্ঘদিনের সদস্য, গিটারবাদক লাসে ওয়েল্যান্ডার মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। খবর দ্য গার্ডিয়ানের।
অ্যাবার বিখ্যাত সব অ্যালবামগুলোতে গিটারবাদকের ভূমিকায় ছিলেন এই সঙ্গীতশিল্পী। ১৯৭৫ থেকে ১৯৮০ সালের মধ্যে ব্যান্ডের সঙ্গে ট্যুর করে বেড়িয়েছেন লাসে ওয়েল্যান্ডার। শিল্পীর পরিবার জানিয়েছে, নিজের প্রিয়জনদের দ্বারা পরিবেষ্টিত অবস্থায়ই চিরনিদ্রায় গিয়েছেন ওয়েল্যান্ডার।
ব্যান্ডের দীর্ঘদিনের পুরনো এই সঙ্গীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অ্যাবার মূল চার সদস্য অ্যাগনেথা ফ্যালস্কু, বিয়র্ন উলভিয়াস, বেনি অ্যান্ডারসন ও অ্যানি-ফ্রিদ লিংস্তদ। এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, "লাসে ওয়েল্যান্ডার ছিলেন আমাদের খুবই কাছের বন্ধু, একজন মজার মানুষ এবং একজন সেরা গিটারবাদক। রেকর্ডিং স্টুডিওতে তার সৃজনশীল কাজের এবং মঞ্চে তার রক সলিড গিটার বাজনার গুরুত্ব অপরিসীম।
তার এই করুণ ও অকালমৃত্যুতে আমরা শোকাহত। এই মানুষটির সদা হাসিমুখ, হাস্যরসবোধ, সুন্দর বাচনভঙ্গী এবং সঙ্গীতে অসাধারণ প্রতিভা অ্যাবা ব্যান্ডের ইতিহাসে চির অমলিন হয়ে থাকবে। আমরা তাকে ভীষণ মিস করবো এবং কোনোদিনই ভুলবো না।"
সুইডেনের স্ক্রিকারহ্যাটনের ছোট একটি গ্রামে বেড়ে ওঠা ওয়েল্যান্ডার অ্যাবার প্রথম রেকর্ডিং সেশনে অংশ নেন ১৯৭৪ সালের অক্টোবরে। এরপর থেকে তাদের আলাদা আলাদা সলো অ্যালবামগুলোতে তিনি বাজিয়ে গিয়েছেন অ্যাবা ভেঙে যাওয়ার আগপর্যন্ত।
ওয়েল্যান্ডারের অফিসিয়াল ফেসবুক পেজে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শরীরে ক্যান্সার ছড়িয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।
তারা শিল্পীর প্রতি সুইডিশ ভাষায় শ্রদ্ধা জানিয়েছে, যার ইংরেজি অনুবাদের বাংলা দাঁড়ায়- "তুমি একজন অসাধারণ সঙ্গীতশিল্পী ছিলে এবং বিনীতও ছিলে; কিন্তু সবকিছুর উর্ধ্বে তুমি একজন চমৎকার স্বামী, বাবা, ভাই, আংকেল এবং দাদা ছিলে। দয়ালু, যত্নবান, ভালোবাসায় ভরা একজন মানুষ ছিলে তুমি… এবং আরও অনেক কিছু যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়।"
শিল্পীর পরিবার জানায়, তারা তাকে ভীষণ ভালোবাসে এবং ভীষণ মিস করবে।
সাম্প্রতিক সময়ে অ্যাবার নম্বর ওয়ান কামব্যাক অ্যালবাম 'ভয়েজ'-এ গিটারের সুর দিয়েছিলেন লাসে ওয়েল্যান্ডার। ২০২১ সালে এটি মুক্তি পাওয়ার আগে সানডে এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছিলেন, 'এটা অবশ্যই তার কাছে খুব স্পেশাল।'
সংবাদপত্রটিকে তিনি বলেছিলেন, "আমি যখন আমার গিটারে সুর তুলছিলাম, একদম পুরনো দিনের মতো মনে হচ্ছিল। একমাত্র পার্থক্য ছিল এই যে, এবার কিছু প্রি প্রোডাকশন ছিল যা এখনকার দিনে অনেক দেখা যায়।"
অ্যাবার সঙ্গে কাজ করতে শুরু করার আগে ওয়েল্যান্দার স্থানীয় কিছু দলের সদস্য ছিলেন, এর মধ্যে একটি হলো সুইডিশ গায়ক-গীতিকার টেড ইয়ার্দেস্তাদের ব্যান্ড 'ন্যাচার'। টেডের মাধ্যমেই উলভিয়াস ও অ্যান্ডারসনের সঙ্গে পরিচয় হয়েছিল ওয়েল্যান্ডারের। পরবর্তীতে তিনি তাদের সঙ্গে ১৯৭৫,১৯৭৭,১৯৭৯ ও ১৯৮০ সালে ট্যুর করেন।
২০০৫ সালে লাসে ওয়েল্যান্ডার অ্যালবিন হগস্ত্রা মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত হন এবং সঙ্গীতে তার অবদানের জন্য ২০১৮ সালে সুইডিশ মিউজিশিয়ান'স ইউনিয়নের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় তাকে।