জমকালো আয়োজনে দেওয়া হলো ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৯’
জমকালো আয়োজন আর তারকাদের সরব উপস্থিতি এই দুই-ই দেখা গেল ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৯’এ।
শনিবার দেশের অন্যতম বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভি নবমবারের মতো আয়োজন করে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ বসে এই তারকা মেলা।
সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘এদেশের শিল্পী ও কলাকুশলীরা তাদের মেধা ও মনন দিয়ে আরটিভির পর্দাকে আকর্ষণীয় করে তোলেন। সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমরা প্রতি বছর আয়োজন করে থাকি এই বর্ণাঢ্য অনুষ্ঠানের। এই অয়োজনের মধ্য দিয়ে নিয়ে আসার চেষ্টা করি সারা বছর যারা আমাদের সহযাত্রী ছিলেন তাদেরকে। এই আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করবার প্রয়াস পাই। এছাড়া প্রতি বছরের মতো এবারও আমরা গুণী ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা দিয়েছি। আমাদের এই ধারা অব্যাহত থাকবে’।
অনুষ্ঠানে আরটিভি’র চেয়ারম্যান মোরশেদ আলম এমপি বলেন, ‘আরটিভি মেধাবী ও সৃজনশীল শিল্পীদের মূল্যায়ন করে। আজ তেমনই সব মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। যারা অ্যাওয়ার্ড পেয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।
আজীবন সম্মাননা পেয়েছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। সম্মাননাটি তুলে দেন আরটিভির চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম।
এবারের আরটিভি স্টার অ্যাওয়ার্ডের নবম আসরে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ক নাটকে ৫ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ৭ জন। ‘অন্য রকম ভালবাসা’নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতা ফজলুর রহমান বাবু; শ্রেষ্ঠ অভিনেত্রী সাবেরি আলম। শ্রেষ্ঠ রচয়িতা ‘জাহানার একটি ভাই ছিল’ নাটকের জন্য মাসুম শাহরিয়ার; শ্রেষ্ঠ পরিচালক, যৌথভাবে পেয়েছেন ‘অন্যরকম ভালবাসা’ নাটকের জন্য মাসুম শাহরিয়ার এবং ‘জাহানারা একটি ভাই ছিল’নাটকের জন্য আবু হায়াত মাহমুদ; শ্রেষ্ঠ শিশুশিল্পী ‘জাহানার একটি ভাই ছিল’নাটকের জন্য আরিয়া অরিত্রা।
১ ঘন্টার নাটক ও টেলিফিল্ম-এর ৭টি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ১০ জন। শ্রেষ্ঠ অভিনেতা- কেন্দ্রীয় চরিত্র ‘যমজ’ নাটকের জন্য মোশাররফ করিম এবং ‘এই শহরে ভালোবাসা নেই’ নাটকের জন্য আফরান নিশো; শ্রেষ্ঠ অভিনেত্রী-কেন্দ্রীয় চরিত্র ‘আশ্রয়’ নাটকের জন্য নুসরাত ইমরোজ তিশা এবং ‘এই শহরে ভালোবাসা নেই’ নাটকের জন্য মেহজাবিন চৌধুরী; শ্রেষ্ঠ অভিনেতা-পার্শ্বচরিত্র ‘আশ্রয়’ নাটকের জন্য মোশাররফ করিম, শ্রেষ্ঠ অভিনেত্রী-পার্শ্বচরিত্র ‘মেঘ বালিকার রঙ’ নাটকের জন্য ফেরদৌসী মজুমদার; শ্রেষ্ঠ রচয়িতা ‘আশ্রয়’ নাটকের জন্য মাবরুর রশিদ বান্নাহ, সেতু আরিফ ও আকবর হায়দার মুন্না; শ্রেষ্ঠ পরিচালক যৌথভাবে পেয়েছেন ‘আশ্রয়’ নাটকের জন্য মাবরুর রশীদ বান্নাহ এবং ‘এই শহরে ভালোবাসা নেই’ নাটকের জন্য মহিদুল মহিম; শ্রেষ্ঠ শিশুশিল্পী ‘আশ্রয়’ নাটকের জন্য আরিয়া অরিত্রা।
ধারাবাহিক নাটকের জন্য ৬টি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ১০ জন। শ্রেষ্ঠ অভিনেতা-কেন্দ্রীয় চরিত্র ‘হেভিওয়েট মিজান’ নাটকের জন্য জাহিদ হাসান, শ্রেষ্ঠ অভিনেত্রী-কেন্দ্রীয় চরিত্র যৌথভাবে ‘ধামাকা অফার’ নাটকের জন্য নুসরাত ইমরোজ তিশা এবং ‘চিটিং মাস্টার’ নাটকের জন্য সালাহ খানম নাদিয়া; শ্রেষ্ঠ অভিনেতা-পার্শ্বচরিত্র ‘ধামাকা অফার’ নাটকের জন্য ডা. এজাজুল ইসলাম; শ্রেষ্ঠ অভিনেত্রী-পার্শ্বচরিত্র ‘হেভিওয়েট মিজান’ নাটকের জন্য শাহনাজ খুশি এবং ‘তালমিছরি না?হাওয়াই মিঠাই!’ নাটকের জন্য রোবেনা রেজা জুঁই; শ্রেষ্ঠ রচয়িতা ‘হেবিওয়েট মিজান’ এর জন্য বৃন্দাবন দাস এবং ‘ধামাকা অফার’ -এর জন্য মাসুদ সেজান; শ্রেষ্ঠ পরিচালক ‘তালমিছরি? নাহাওয়াই মিঠাই!’ নাটকের জন্য সাগর জাহান।
পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কেরামত মওলা, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নাট্য ব্যক্তিত্ব শম্পা রেজা, টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ বরকত উল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মাননা প্রাপ্তাদের হাতে পদক তুলে দেয়ার পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী তারিন জাহান। অনুষ্ঠান নৃত্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ, বিদ্যা সিনহা মিম, মেহজাবিন চৌধুরী, সাফা কবির, সাবিলা নূরও বাপ্পী চৌধুরী। গান পরিবেশন করেন রুবায়েত জাহান। এছাড়া ‘আরটিভি ডাবরভাটিকা ক্যাম্পাস স্টার’ ও ‘মিস ইউনিভার্স’ টপ ফাইভদের ছিল বিশেষ পরিবেশনা।
আরটিভি’তে ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্প্রচারিত নাটক ও অনুষ্ঠান সমূহের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, নাট্য পরিচালক, অভিনয়শিল্পীকে ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান করা হয়েছে।