জাগো এন্টারটেইনমেন্ট ‘আমার বাবা’
বিনোদনভিত্তিক ইউটিউব চ্যানেল জাগো এন্টারনেইনমেন্টে (www.youtube.com/JagoEntertainment) দেখা যাচ্ছে ‘আমার বাবা’ নাটকটি। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত ও অভিনেত্রী নাদিয়া আহমেদ।
‘আমার বাবা’ নাটকটির পৃষ্ঠাপোষকতা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের ব্র্যান্ড ‘আরএফএল ডেকোরেটর চেয়ার’।
নাটকটির গল্পে দেখা যাবে, গ্রাম থেকে সহজ সরল এক ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে নিয়ে ঢাকায় আসে। বাবাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়ার পর শুরু হয় টানাপোড়েন।
সৈয়দ ইকবালের গল্পে সুবাতা রাহিক জারিফার রচনায় ও আল হাজেনের পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি।
সম্প্রতি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও পূর্বাচলে নাটকটির শুটিং হয়েছে।
পরিচালক জানান, নাটকের গল্পে পিতা-পুত্রের ভালবাসার বন্ধনকে তুলে ধরা হয়েছে। এতে পিতার ভূমিকায় অভিনয় করেছেন কে এস ফিরোজ। ছেলের ভূমিকায় রাশেদ সীমান্ত ও হাসপাতালের নার্সের ভূমিকায় নাদিয়া আহমেদ।