'ডোন্ট লুক আপ' এর ট্রেলার প্রকাশ, নতুন এক যুদ্ধে ডিক্যাপ্রিও!
মুক্তির অপেক্ষায় থাকা নেটফ্লিক্স চলচ্চিত্র 'ডোন্ট লুক আপ' এর ট্রেলার প্রকাশিত হয়েছে আজ। লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্সের মতো তারকা প্রধান ভূমিকায় থাকায় ছবিটি নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে।
গ্রহকে ধ্বংস করে দিতে পারে এমন একটি ধূমকেতুর ধেয়ে আসা সম্পর্কে পৃথিবীকে সচেতন করতে চান দুই নভোচারী, কিন্তু কেউ তাদের সতর্কবাণী কানে তুলছে না। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে 'ডোন্ট লুক আপ'।
একজন পরিবেশবাদী হিসেবে এরকম একটি ছবিতে 'টাইটানিক' তারকার অভিনয় করা আশ্চর্যের কিছু নয়। তাই রূপালি পর্দায়ও পরিবেশ বাঁচানোর যুদ্ধেই অবতীর্ণ হলেন তিনি। ছবির টিজারেই দেখা গিয়েছিল, দ্রুতনিঃশ্বাসে হাঁপাতে হাঁপাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্যোগ সম্পর্কে সচেতন করতে চাইছেন ডিক্যাপ্রিও।
এবার সদ্য প্রকাশিত ট্রেলারে দেখা গেল ছবিটির নতুন চুম্বকাংশ। ছবিতে ডিক্যাপ্রিওর চরিত্রের নাম ড. রেন্ডাল মিনডি, যিনি জ্যোতির্বিদ্যার অধ্যাপক। নিজের শিক্ষার্থী কেট ডিবিয়াস্কিকে (জেনিফার লরেন্স অভিনীত) সাথে নিয়ে ধূমকেতু সম্পর্কে সচেতন করে সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অরলিনের (মেরিল স্ট্রিপ) দ্বারস্থ হওয়া থেকে শুরু করে আরিয়ানা গ্রান্দের সাথে সাক্ষাৎ, খবরের কাগজের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, কোনো প্রচেষ্টাই বাদ যায়নি; তবুও ব্যর্থ হন তারা। এক পর্যায়ে র্যােন্ড্যাল ও কেটকে গ্রেপ্তার করে এফবিআই।
'ডোন্ট লুক আপ' এর চিত্রনাট্য লিখেছেন একাডেমী অ্যাওয়ার্ড বিজয়ী অ্যাডাম ম্যাককে (দ্য বিগ শর্ট)। ছবিটি পরিচালনাও করেছেন তিনি। ছবিতে আরও অভিনয় করেছেন মার্ক রিল্যান্স, রন পার্লম্যান, টিমোথি চ্যালামেট, আরিয়ানা গ্রান্দে, হিমেশ প্যাটেলসহ একঝাঁক তারকা।
পরিচালক অ্যাডাম ম্যাককে জানান, কেট ডিবিয়াস্কি চরিত্রটি তিনি জেনিফার লরেন্সের কথা চিন্তা করেই লিখেছিলেন। তাই সাতপাঁচ না ভেবে সোজা জেনিফারের কাছেই প্রস্তাব নিয়ে যান তিনি।
শুধু তাই নয়, অ্যাডাম ভাবতেও পারেননি যে মেরিল স্ট্রিপ মার্কিন প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করতে রাজি হবেন। তার ভাষ্যে, "মেরিল স্ট্রিপের মতো অভিনেত্রীকে সিনেমায় পাওয়া মানে বাকিরাও আরও আগ্রহী হয়ে উঠবে।"
আগামী ১০ ডিসেম্বর নির্বাচিত কিছু থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে 'ডোন্ট লুক আপ'। নেটফ্লিক্সে ছবিটি ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস