দর্শকের চাপ সামলাতে স্ট্রিমিং কোয়ালিটি কমাচ্ছে নেটফ্লিক্স
করোনা ভাইরাস বিস্তার রোধে সামাজিক সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্বব্যাপী। এর প্রভাবে বন্ধ হয়ে গেছে অনেক দপ্তর, স্কুল-কলেজ ও ব্যবসা-বানিজ্যের কেন্দ্র। ঘরে বসে অফুরন্ত অবসর কাটাতে এখন কোটি কোটি মানুষ অনলাইনে নাটক বা চলচ্চিত্রের রেকর্ডকৃত ভিডিও'র সম্প্রচার (স্ট্রিমিং) দেখছেন।
এই প্রবণতায় বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং সেবা নেটফ্লিক্সের ব্যবসা এখন তুঙ্গে। এমনকি এই চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না বিশ্বজুড়ে স্থাপিত ইন্টারনেট সংযোগ ও সম্প্রচারের অবকাঠামো। করোনা ভাইরাস বিস্তারের কারণে এইখাতের অনেক প্রকৌশলী এবং কর্মীও এখন ছুটিতে।
এই অবস্থায় সবদিক বিবেচনা করে শুক্রবার নিজেদের ভিডিও স্ট্রিমিংয়ের মান নামিয়ে আনার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।
সম্প্রচারিত ভিডিও'র মান শুধু ইউরোপের ব্যবহারকারীদের জন্য কমছে। এক বিবৃতিতে একথা নিশ্চিত করে নেটফ্লিক্স। ব্রেক্সিটের পর এই ঘোষণার আওতায় যুক্তরাজ্যও পড়বে কিনা তা নিশ্চিত নয়।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার থিয়েরি ব্রেটন সকল ভিডিও স্ট্রিমিং সেবাদানকারী কোম্পানিকে তাদের বিনোদন অনুষ্ঠানগুলোর সম্প্রচার মান কমানোর আহ্বান জানান।
মহাদেশটির ইন্টারনেট পরিসেবাগুলো বাড়তি চাপের মুখে পড়ার প্রেক্ষিতেই এই আহ্বান জানানো হয়। এরপরেই নেটফ্লিক্স নিজ সিদ্ধান্তের কথা জানালো।