দীপিকার সিনেমা ‘ছাপাক’ নিয়ে বিজেপি-কংগ্রেস লড়াই
বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোনের সদ্যমুক্তি পাওয়া সিনেমা ‘ছাপাক’ বর্জনের ডাক দিয়েই ক্ষান্ত হয়নি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এই সিনেমা যাতে বক্স অফিসে ব্যবসাসফল না হতে পারে তার জন্য একই সময়ে মুক্তি পাওয়া অজয় দেবগনের সিনেমা ‘তানহাজি’ এর টিকিট বিনামূল্যে বিলি শুরু করেছেন বিজেপি নেতাকর্মীরা।
তবে দিপীকার সিনেমা নিয়ে ক্ষমতাসীন দলের এমন অবস্থানে বসে নেই বিরোধীদল কংগ্রেস। কংগ্রেস নিয়ন্ত্রিত মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ে ইতোমধ্যেই সিনেমারটির ওপর থেকে ট্যাক্সের বোঝা সরিয়ে দিয়েছে রাজ্যসরকার। এছাড়াও দলের নেতাকর্মীদের মাঝে ‘ছাপাক’ এর ফ্রি টিকিট বিলি করছেন কংগ্রেস নেতারা।
সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর মুখোশধারী একদল সন্ত্রাসীর চালানো হামলার ঘটনায় বিক্ষোভরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পর বিজেপির রোষানলে পড়েন দীপিকা পাডুকোন।
এর পরপরই বিজেপির নেতা কর্মীরা টুইটারে #বয়কটছাপাক এবং #বয়কটদীপিকা হ্যাশট্যাগ দিয়ে দীপিকার বিরুদ্ধে প্রচারণা শুরু করে।
এমন ঘটনার মধ্যেই দীপিকার পাশে দাঁড়ান অনুরাগ কেশপ, অনুরাগ বসু, তাপসী পান্নু, গহর খান, বিশাল ভারদ্বাজ, রিচা চাড্ডা, আলি ফজল, রীমা কাগতি, দিয়া মির্জাসহ বলিউডের বেশ কয়েকজন তারকা ও পরিচালক।
বলিউড তারকাদের পাশাপাশি দীপিকার পাশে রাজনৈতিকভাবে শক্ত অবস্থান নেয় উপমহাদেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল কংগ্রেস।
শুক্রবার মুক্তির প্রথম দিনেই সিনিয়র কংগ্রেস নেতা শশী থারুর তার দলীয় সহকর্মীদের ছাপাক সিনেমার ফ্রি টিকিট উপহার দেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্যাতিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় অভিনেত্রী দীপিকার প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ এটি।
তিনি বলেন, জেএনইউ’র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ‘মাশুল’ হিসেবে কংগ্রেস কখনোই চায় না দীপিকার সিনেমাটি বয়কট করা হোক।
“সেকারণে দীপিকার সঙ্গে একাত্মতা ঘোষণা করে, কলেজপড়ুয়া শিক্ষার্থীদের আমরা সিনেমাটির টিকিট দিচ্ছি। সৎ সাহস দেখিয়ে শিক্ষার্থীদের পাশে যে দাঁড়াতে পারে, তাকে কোনভাবেই বয়কট করা যাবে না।”
শুক্রবার ভারতের ১২০০ সিনেমা হলে মুক্তি পায় দীপিকার নিজেরই প্রযোজনা করা সিনেমা ছাপাক। ২০০৫ সালে দিল্লির ব্যস্ত সড়কে এসিড হামলার শিকার হয়ে এক তরুণীর ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে বানানো হয়েছে ছাপাক।
মুক্তির প্রথম দিনেই বক্স অফিস থেকে ছয় কোটি টাকা আয় করেছে ৩৫ কোটি টাকা বাজেটের সিনেমা ছাপাক।
অন্যদিকে একই দিনে সারাদেশের ২৭০০ পর্দায় মুক্তি পেয়েছে অজয় দেবগন, সাইফ আলী খান ও কাজল অভিনীত সিনেমা তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র। শুক্রবার বক্স অফিস থেকে ১৫ কোটি টাকা আয় করে তানহাজি।