নকলের রাজা বলিউড
উপমহাদেশে তো বটেই, দুনিয়ার নানা প্রান্তেই বলিউডি সিনেমার ব্যাপক দাপট। একেকটি সিনেমার নাচ, গান, অভিনয়, কাহিনি মন্ত্রমুগ্ধ করে রাখে অসংখ্য দর্শককে। কিন্তু কেমন লাগবে, যদি জানেন বলিউডের অনেক জনপ্রিয় সিনেমার কাহিনি ও নির্মাণকৌশল হলিউডি সিনেমার একেবারেই নকল? চলুন এমন কিছু ছবির কথা জানা যাক-
১. গডফাদার থেকে সরকার
‘সিস্টেম যখন ব্যর্থ হয়, ক্ষমতা তখন জেগে ওঠে...’—এমন বার্তা নিয়ে তৈরি হয়েছিল হলিউডের বিখ্যাত সিনেমা ‘দ্য গডফাদার’। ফ্রান্সিস ফোর্ড কপোলার এই ক্রাইম ক্ল্যাসিক সিনেমার প্রতি মুগ্ধতা থেকে, এর নির্যাস নিয়ে বলিউডের বিখ্যাত ফিল্মমেকার রাম গোপাল ভার্মা বানিয়েছেন ‘সরকার’। ইতালিয়ান মাফিয়া চক্রের প্রেক্ষাপটকে ভার্মা এনে হাজির করেছেন মুম্বাইয়ে। এই সিনেমায় গডফাদাররূপী মার্লন ব্র্যান্ডোর আদলে সরকাররূপী অমিতাভ বচ্চন দেখিয়েছেন দাপট। তাতে বলিউডি কায়দায় রাজনীতিও ঢুকিয়েছেন ভার্মা।
২. ডেড পোয়েট সোসাইটি থেকে মোহাব্বতেন
পিটার উইয়ারের রোমান্টিক ক্লাসিক্যাল ফিল্ম ‘ডেড পোয়েট সোসাইটি’র বলিউডি সংস্করণ ‘মোহাব্বতেন’। কঠোর নিয়ম-শৃঙ্খলায় পরিচালিত এক আবাসিক স্কুলে নতুন এক শিক্ষকের আগমন এবং শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা অর্জন করে ধীরে ধীরে তার নিয়ম ভাঙার দারুণ খেলায় মেতে ওঠার কাহিনি এটি। এর কেন্দ্রীয় চরিত্রে হলিউডি সিনেমাটিতে অভিনয় করেছেন রবিন উইলিয়ামস, বলিউডে শাহরুখ খান।
৩. দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস থেকে সংঘর্ষ
পরিপাটি জীবনে ভয়ানক ত্রাস এনে দেওয়ার থ্রিলার সিনেমা ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’। জোনাথন ডেম নির্মিত এই সিনেমার কেন্দ্রীয় জুটির সম্পর্ক বলিউড ভার্সনে নিজের মতো বদলে নিয়েছেন তনুজা চন্দ্র। তাতে ক্ল্যারিস (জুডি ফস্টার) ও লেকটার (অ্যানথনি হপকিন্স) নামের চরিত্র দুটির নাম হয়ে গেছে রিত ওবেরয় (প্রীতি জিনতা) ও আমান ভার্মা (অক্ষয় কুমার)।
৪. অন দ্য ওয়াটার ফ্রন্ট থেকে গোলাম
এলিয়া কাজানের ‘অন দ্য ওয়াটার ফ্রন্ট’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন মার্লন ব্র্যান্ডো। অপরাধ ও প্রতিশোধ ধারার এই সিনেমাকে বলিউডি রূপ-রস দিয়ে হাজির করেছেন বিক্রম ভাট। সেই সিনেমায় আমির খানের অভিনয় এই অঞ্চলের দর্শক বেশ খুশিমনেই উপভোগ করেছে।
৫. মিসেস ডাউটফায়ার থেকে চাচি ৪২০
‘চাচি ৪২০’ সিনেমায় কমল হাসানের অভিনয় ও পরিচালনা অনেক দর্শকের মনে এখনো বিশেষ জায়গা করে আছে। জানেন কি, এই কমেডি সিনেমার অরিজিনাল সংস্করণটি ‘মিসেস ডাউটফায়ার’ নামে অনেক আগেই হলিউডে নির্মাণ করেছেন ক্রিস কলম্বাস?
এ রকম ‘নকল’ সিনেমার তালিকায় আরও আছে, ‘মেমেন্তো’/’গাজিনি’, ‘নাউ প্রোনাউনস ইউ চাক অ্যান্ড চেরি’/’দোস্তানা’, ‘হিচ/পার্টনার’, ‘লাভ অ্যাকচুয়ালি/সালাম-ই-ইস্ক’, ‘ইট হ্যাপেনড ওয়ান নাইট’/’দিল হ্যায় কি মান্তা নাহি’, ‘প্যাচ অ্যাডামস’/’মুন্না ভাই এমবিবিএস’, ‘ইটস অ্যা মেড, মেড, মেড, মেড ওয়ার্ল্ড’/’দামাল’, 'বডি হিট’/’জিসম’, ‘ব্র্যাকিং অ্যাওয়ে’/’জো জিতা ওহি সিকান্দার’, ‘টু ইচ হিজ ওন’/’আরাধনা’, ‘আনফেইথফুল’/’মার্ডার’, ‘লিয়ন দ্য প্রফেশনাল’/’বিচ্ছু’, ‘ই.টি.’/’কোয়ি মিল গ্যায়া’, ‘ক্রেমার ভার্সেস ক্রেমার’/’অ্যাকেলে হাম অ্যাকেলে তুম’, ‘অ্যা কিস বিফোর ডায়িং’/’বাজিগর’, ‘দ্য হার্ড ওয়ে’/’ম্যায় খিলারি তু আনাড়ি’, ‘ম্যান অন ফায়ার’/’এক আজনবি’, ‘দ্য মিরাকেল ওয়ার্কার’/’ব্ল্যাক’, ‘স্কারফেস’/’অগ্নিপথ’, ‘নটিং হিল’/’হামকো দিওয়ানা কার গ্যায়ি’, ‘থ্রি মেন অ্যান্ড অ্যা বেবি’/’হেই বেবি’, ‘দ্য অ্যাপার্টমেন্ট’/’লাইফ ইন অ্যা মেট্রো’, ‘দ্য নোটবুক’/’ইউ, মি অর হাম’ প্রভৃতি।