নেটফ্লিক্সকে ‘বম্বে বেগমস’-এর স্ট্রিমিং বন্ধের নির্দেশ
প্রচার শুরু হতেই বিতর্কের মুখে পড়েছে অলংকৃতা শ্রীবাস্তবের ৬ পর্বের ওয়েব সিরিজ 'বম্বে বেগমস'। ভারতের জাতীয় শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে অভিযোগে বলা হয়েছে, এখানে শিশুদের জন্য অনুপযুক্ত দৃশ্য ব্যবহার করা হয়েছে।
বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে দেয়া নোটিশে জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশন (এনসিপিসিআর) ওয়েব সিরিজটির স্ট্রিমিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারির উল্লেখ করে। ২৪ ঘণ্টার মধ্যে এ নির্দেশ কার্যকর না হলে তারা উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান।
সিরিজে শিশুদের নিয়ে অনুচিত দৃশ্য উপস্থাপন করা সম্পর্কে কমিশনের বক্তব্য, এই ধরণের কনটেন্ট শুধু তরুণদের মনে প্রভাব ফেলবে না বরং শিশুদের ওপর অত্যাচার এবং শোষণের কারণ হতে পারে। অপ্রাপ্তবয়স্কদের যৌনতা ও মাদকাসক্তিতে লিপ্ত করে তুলতে পারে বলেও কমিশন আশঙ্কা করছে।
'বম্বে বেগমস'এ সমাজের বিভিন্ন স্তরের পাঁচ নারীকে দেখানো হয়েছে। এই নারীদের চরিত্রে অভিনয় করেছেন পূজা ভাট, সাহানা গোস্বামী, আমরুতা সুভাষ, প্লবিতা বোরঠাকুর এবং আধ্যা আনন্দ।