১১ ডিসেম্বর নেটফ্লিক্সে মার্কেসের 'ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড'
সাহিত্যে নোবেল বিজয়ী গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের প্রসিদ্ধ উপন্যাস 'ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড' অবলম্বনে নির্মিত 'ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড' সিরিজটি আগামী ১১ ডিসেম্বর জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে।
কলম্বিয়ান চলচ্চিত্র নির্মাতা লরা মোরা এবং এলেক্স গার্সিয়া লোপেজ পরিচালিত সিরিজটিকে লাতিন আমেরিকার ইতিহাসের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী অডিওভিজুয়াল উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সিরিজটির চিত্রধারণ সম্পূর্ণরূপে কলম্বিয়ায় করা হয়েছে এবং এটি 'ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড' উপন্যাসের জাদু বাস্তবতাকে পর্দায় জীবন্ত করে তুলবে। সিরিজটি নির্মাণে মার্কেসের পরিবার পূর্ণ সমর্থন দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা করেছে।
সিরিজটি মোট দুটি মৌসুমে বিভক্ত এবং প্রতিটি মৌসুমে আটটি পর্ব থাকবে। একদল প্রতিভাবান অভিনেতা এবং ক্রু সদস্যদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে উপন্যাসের জটিল কাহিনি এবং গভীরতার প্রতি ন্যায়বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ এই সিরিজটি।
একটি বিবৃতিতে সিরিজটির অন্যতম পরিচালক লরা মোরা সিরিজটি পর্দায় উপস্থাপন করার আগে প্রযুক্তিগত চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, "একজন চলচ্চিত্র নির্মাতা এবং একজন কলম্বিয়ান হিসেবে, 'ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড' এর মতো জটিল প্রকল্পে কাজ করা গর্বের এবং বিশাল চ্যালেঞ্জ-এর ব্যাপার। আমি সব সময় সাহিত্য ও অডিওভিজুয়াল ভাষার মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করেছি এবং এমন ছবি নির্মাণের চেষ্টা করেছি, যা একটি কাজের সৌন্দর্য, কবিতা এবং গভীরতা ধারণ করে; বিশেষ করে সেসব কাজ যেগুলো পুরো বিশ্বের ওপর প্রভাব ফেলেছে।"
তিনি বিবৃতিতে আরও বলেন, "আমরা উপন্যাসটির প্রতি ভালোবাসা ও সম্মান থেকেই সিরিজটি বানিয়েছি এবং একটি অসাধারণ টেকনিক্যাল দল এবং ক্রুদের সহায়তায় কাজটি করেছি।"
সিরিজের আরেকজন পরিচালক এলেক্স গার্সিয়া লোপেজ বলেন, "এই প্রকল্প পরিচালনা করা একদিকে যেমন একটি চ্যালেঞ্জ তেমন অন্যদিকে একটি অ্যাডভেঞ্চার কারণ আমাদের কাজের মান গড়ে তোলার জন্য জীবনে ঝুঁকি নেওয়া প্রয়োজন। 'ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড' সিরিজটির ক্ষেত্রে আমার উদ্দেশ্য ছিল, বাস্তব কিছু তৈরি করা যা আন্তর্জাতিক প্রযোজনার মর্যাদা ধারণ করে। কারণ গল্পটির এটি প্রাপ্য।"
সিরিজটি প্রযোজনা করেছে ডাইনামো নামে একটি প্রখ্যাত কলম্বিয়ান প্রযোজনা কোম্পানি। প্রথম মৌসুমের পরিচালক হলেন আলেক্স গার্সিয়া লোপেজ, যিনি পর্ব ১, ২, ৩, ৭ এবং ৮ পরিচালনা করেছেন এবং লরা মোরা, যিনি পরিচালনা করেছেন পর্ব ৪, ৫ এবং ৬। উপন্যাস থেকে সিরিজে রূপান্তরের ক্ষেত্রে কাজ করেছেন লেখক হোসে রিভেরা, নাতালিয়া সান্তা, কামিলা ব্রুজেস এবং আলবাট্রস গনজালেজ। তারা মার্কেসের অসাধারণ উপন্যাসটির মৌলিকতার প্রতি সম্মান রেখে এটিকে ভিজ্যুয়াল কাহিনীতে রূপান্তর করেছেন।
১৯৬৭ সালে প্রকাশিত 'ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিটিউড' উপন্যাসটি কাল্পনিক শহর মাকন্দোর মধ্যে বহু প্রজন্ম ধরে বুয়েন্দিয়া পরিবারের কাহিনি অনুসরণ করে। পরিবারটির সদস্য হোসে আর্কাদিও বুয়েন্দিয়া এবং উর্সুলা ইগুয়ারান তাদের পরিবারের বিরোধিতা উপেক্ষা করে, তাদের গ্রাম ত্যাগ করে মাকন্দো শহর প্রতিষ্ঠা করেন। এই উপন্যাসে প্রেম, স্বজন হারানো, পাগলামো, যুদ্ধ এবং ভাগ্যের মতো বিষয়গুলো শব্দের গাঁথুনি ও জাদু বাস্তবতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন মার্কেস।
বইটি বিশ্বজুড়ে ৫০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে এবং ৪০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। এর দীর্ঘস্থায়ী প্রাসঙ্গিকতা এবং বৈশ্বিক প্রভাব এটিকে ২০ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলোর মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।