পরিচালকের বিরুদ্ধে ক্যারিয়ার ‘হুমকিতে ফেলা’র অভিযোগ গ্যাল গ্যাডটের
হলিউডের ইসরায়েলি অভিনেত্রী ও 'ওয়ান্ডার ওম্যান' তারকা গ্যাল গ্যাডট অভিযোগ তুলেছেন, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'জাস্টিস লিগ'-এর শুটিং চলাকালে তার সঙ্গে চরম খারাপ আচরণ করেছেন ওই চলচ্চিত্রের চিত্রনাট্যকার ও বরখাস্তকৃত পরিচালক জস ওয়েডন।
গত শনিবার নিজ দেশের গণমাধ্যমে তিনি এমন অভিযোগ প্রকাশ করেন।
বলে রাখা ভালো, 'টয় স্টোরি'সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রের চিত্রনাট্যকার ওয়েডন পরিচালক হিসেবে 'দ্য অ্যাভেঞ্জারস' ও এর সিকুয়েল 'অ্যাভেঞ্জারস: এইজ অব আলট্রন'সহ কয়েকটি সুপারহিট চলচ্চিত্র নির্মাণ করেছেন। 'জাস্টিস লিগ'ও তারই পরিচালনা করার কথা ছিল।
তার নির্মাণাধীন এই চলচ্চিত্র-সহ 'বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার' ও 'অ্যাঞ্জেল'-এর বেশকিছু অভিনেতা-অভিনেত্রী এই 'মাথা গরম' পরিচালকের দুর্ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ তুললে তাকে বেশ কয়েক মাসের জন্য ওই প্রজেক্টগুলো থেকে বরখাস্ত করা হয়। পরে, 'জাস্টিন লিগ' নির্মাণ করেন পরিচালক জ্যাক স্নাইডার।
'তিনি (ওয়েডন) আমার ক্যারিয়ার এক ধরনের হুমকিতে ফেলে দিয়েছিলেন। বলেছিলেন, মুখ খুললে আমার ক্যারিয়ারের দুর্দশা ঘটিয়ে ছাড়বেন,' বলেন গ্যাডট।
এর আগে, 'জাস্টিন লিগ'-এর আরেক অভিনেতা রে ফিশারও ওয়েডনের বিরুদ্ধে 'সীমালঙ্ঘন' ও 'অযাচিত' আচরণের অভিযোগ তোলেন।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ বারবারই অস্বীকার করেছেন ওয়েডন।
- সূত্র: নিউইয়র্ক পোস্ট