পর্নকাণ্ডে শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ, রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশি
পর্নকাণ্ডে অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রার বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফির ব্যবসা সম্পর্কে তিনি কিছু জানতেন কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।
এদিন রাজ কুন্দ্রাকে সঙ্গে নিয়েই দুপুর বেলা অভিযুক্তর জুহুর বাড়িতে হাজির হয় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের একটি দল। সেখানে ম্যারাথন তল্লাশি চালানো হয় রাজ-শিল্পার প্রপার্টিতে। খতিয়ে দেখা হয় বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটসহ নথিপত্র।
জুহুর বাড়িতেই শিল্পা শেঠিকে জেরা করে পুলিশ, পর্নকাণ্ডে অভিনেত্রীর বয়ান রেকর্ড করা হয়। শুধু তাই নয়, পর্নো-ব্যবসা থেকে অর্জিত টাকা শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে কিনা সেই বিষয়টিও তদন্ত করে দেখছেন পুলিশ কর্মকর্তারা। রাত ন'টার পর রাজ কুন্দ্রাকে সঙ্গে নিয়েই জুহুর বাড়ি ছেড়ে বেরিয়ে যায় তদন্তকারী অফিসারদের গোটা টিম।
রাজ কুন্দ্রার 'ভিয়ান ইন্ডাস্ট্রিজ'-এর পরিচালকদের মধ্যে শিল্পা একজন। কিন্তু তদন্ত চলছে শুধুমাত্র 'কেনরিন' নামে একটি সংস্থা নিয়ে। জানা গিয়েছে, এই সংস্থার হাতেই ছিল 'হটশটস' অ্যাপের মালিকানা। এই অ্যাপের মাধ্যমেই রাজ তার তৈরি ছবিগুলো দেখাতেন।
জানা গেছে, 'ভিয়ান ইন্ডাস্ট্রিজ'-এ পরিচালক হিসেবে শিল্পা কত দিন ধরে কাজ করছেন, সে বিষয়েও প্রশ্ন করা হয়েছে। 'হটশটস' অ্যাপের মালিকানা 'কেনরিন'-এর হাতে থাকলেও ভিডিও তৈরি থেকে ব্যবসার হিসাবরক্ষণ সবই নাকি হতো এই 'ভিয়ান ইন্ডাস্ট্রিজ'-এর মাধ্যমেই।
পাশাপাশি রাজ কুন্দ্রার অপর কোম্পানি জেএল স্ট্রিমও এখন পুলিশের কড়া নজরদাড়িতে। পাঁচ মাস আগে এই ওয়েবসাইটের জন্য একটি প্রমোশন্যাল ভিডিও নাকি শ্যুট করেছিলেন শিল্পা, জানা যাচ্ছে এই ওয়েবসাইটেও 'অ্যাডাল্ট কনটেন্ট' তুলে ধরা হয় এবং এখনও ভারতে এটি সক্রিয় রয়েছে।
গতকাল ম্যাজিস্ট্রেট কোর্ট আগামী ২৭শে জুলাই পর্যন্ত রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ বাড়িয়েছে, অন্যদিকে এই গ্রেপ্তারিকে অবৈধ দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ কুন্দ্রা।
- সূত্র- হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা