'প্যারাসুটস'-এর ২০ বছর: এতকাল অদেখা ভিডিও ছাড়ল কোল্ডপ্লে
ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে তাদের প্রথম অ্যালবাম 'প্যারাসুটস' প্রকাশের ২০ বছর পূর্তি উপলক্ষে তাদের বিখ্যাত গান 'ইয়েলো'র মিউজিক ভিডিওর এমন একটি ফুটেজ প্রকাশ করেছে, যেটি এর আগে কেউ কখনো দেখেনি।
দক্ষিণ-পশ্চিম ইংলিশ কাউন্টি ডোরসেটের সমুদ্র সৈকত স্টাডল্যান্ড বে'তে শুট করা ওই অরিজিনাল ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে ব্যান্ডের সদস্য ক্রিস মার্টিন, জনি বাকল্যান্ড, গাই বেরিম্যান ও উইল চ্যাম্পিয়ন রীতিমতো উচ্ছ্বসিত।
পুরোদস্তুর স্লো মোশনে শুট করা মিউজিক ভিডিওটির ফাইনাল রিলিজে দেখা যায়, ব্যান্ডের ফ্রন্টম্যান মার্টিন শূন্য সৈকতে একটা কালো বর্ষাতির দিকে হেঁটে যাচ্ছেন। বাতাসের ঝাপটায় সিক্ত হয়ে উঠছে তার মুখ।
অবশ্য এতকাল অপ্রকাশিত এই ক্লিপে তাকে ওই সৈকতে একটি লাল রঙা লং-স্লিভড টপ পরে হেঁটে যেতে দেখা যায়। তিনি সেখানে দিব্যি শুষ্ক গায়ে, খালি পায়ে বালুর ওপর হাঁটছিলেন।
২০০০ সালে মুক্তি পাওয়ার পর 'ইয়েলো' কোল্ডপ্লেকে এনে দেয় তাদের প্রথম টপ-ফাইভ হিট ট্র্যাক হওয়ার গৌরব এবং পরের বছর ব্রিট অ্যাওয়ার্ডে নমিনেশন।
এ গানের পাশাপাশি 'ট্রাবল', 'ডোন্ট প্যানিক' ও 'শিভার'-এর মতো দুর্দান্ত রক ট্র্যাক নিয়ে 'প্যারাসুটস' বাজারে আসে ২০০০ সালের ১০ জুলাই।
অ্যালবাম মুক্তির ২০ বছর পূর্তিতে ব্যান্ডটি আলাদা এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছে, 'শুভ বিংশতম জন্মদিন, প্যারাসুট- এই দুর্দান্ত অভিযাত্রার পথ করে দেওয়া অ্যালবাম।'
- সূত্র: সিএনএন