বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ‘পাহাড়ের বর্ণালি সংস্কৃতি’ র্শীষক চিত্র প্রর্দশনী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎর্সগ করে বাংলাদশে শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ এথনিক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত হলো ‘পাহাড়ের বর্ণালি সংস্কৃতি-২০১৯’ র্শীষক চিত্র প্রর্দশনী।
গতকাল সোমবার (৫ আগস্ট) থেকে শুরু হয়ে বাংলাদশ শিল্পকলা একাডমির জাতীয় চিত্রশালার ২নং গ্যালারীতে এই প্রদর্শনী চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে আগস্ট মাসব্যাপী ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ র্শীষক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করছেে বাংলাদশে শিল্পকলা একাডমি।
গত ১ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মাসব্যাপী এই র্কমসূচির উদ্বোধন করা হয়।
মাসব্যাপী র্কমসূচির অংশ হিসেবে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেে উপস্থিত থেকে প্রর্দশনীর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সর্ম্পক বিষয়ক উপদষ্টো ড. গওহর রিজভী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (রাঙ্গামাটি) দীপংকর তালুকদার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদশে এথনিক আর্টিস্ট ফোরামের উপদেষ্টা শিল্পী কনক চাঁপা চাকমা।
প্রর্দশনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা র্পযন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।