বন্ড সিনেমার শুটিংয়ে কয়টি অ্যাস্টন মার্টিনের প্রয়োজন হয়
একটি উচ্চ গতিসম্পন্ন, ঝাঁ চকচকে গাড়ি নিয়ে শত্রুর পেছনে ধাওয়া করছেন জেমস বন্ড, এমন দৃশ্য ছাড়া কোনো বন্ড সিনেমাই যেন পূর্ণতা পায় না। এদিকে জেমস বন্ড জিরো জিরো সেভেন আজ পর্যন্ত যে পরিমাণ দামী গাড়ি ধ্বংস করেছেন, তা হিসাব করতে বসে এমআই৬ এর নিশ্চয়ই নিজের চুল ছেঁড়ার দশা! কারণ তিনিই যে জেমস বন্ডের ইনস্যুরেন্স দেখাশোনার দায়িত্বে!
জেমস বন্ডের প্রিয় গাড়ির তালিকায় যে অ্যাস্টন মার্টিন থাকবে, তা বলাই বাহুল্য। কিন্তু আপনি কি জানেন, বন্ড সিনেমায় ঠিক কয়টি অ্যাস্টন মার্টিন ব্যবহৃত হয়? মুক্তির অপেক্ষায় থাকা বন্ড চলচ্চিত্র, 'নো টাইম টু ডাই' এর ক্যামেরার পেছনের দৃশ্য আমাদের এই প্রশ্নের উত্তর দিয়েছে।
দক্ষিণ ইতালির স্টোন সিটি, মাতেরা'তে 'নো টাইম টু ডাই' এর শুটিংয়ের ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত হয়েছে ১০টি অ্যাস্টন মার্টিন ডিবি-৫। এদের মধ্যে আটটি আবার বিশেষভাবে শুধু এই সিনেমার জন্যই তৈরি। তবে শুটিং শেষে কয়টি গাড়ি অক্ষত অবস্থায় ফিরেছে, তা একটি বড় প্রশ্ন! কারণ ২০১৫ সালে সর্বশেষ বন্ড সিনেমায় ব্যবহৃত ১০টি অ্যাস্টন মার্টিনের ৮টিই ধ্বংস হয়ে যায়।
ক্রেইগ অভিনীত 'স্পেকট্রা'তে রেকর্ড ২৪ মিলিয়ন ডলার মূল্যের গাড়িগুলোর মধ্যে একটি ল্যান্ড রোভারও ছিল, যা কিনা শেষ পর্যন্ত দুমড়ে-মুচড়ে যায়!
'নো টাইম টু ডাই' এর ট্রেলারে দেখা গেছে, জিরো জিরো সেভেন তার অ্যাস্টন মার্টিনকে বেশ বিপদের মুখেই ফেলেছেন। বন্ড ও তার প্রেমিকা ম্যাডেলিন সোয়ান (লিয়া সেদুঁ অভিনীত) শত্রুর গুলির হাত থেকে বাঁচতে গাড়িটির বুলেটপ্রুফ কাঁচের আড়ালে আশ্রয় নেন, যদিও কিছুক্ষণ পরেই এক্সিলারেটরে চাপ দেন বন্ড।
২৫তম জেমস বন্ড সিনেমা মুক্তি উপলক্ষে 'মেফেয়ার' এর লিকা গ্যালারিতে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১০টি অ্যাস্টন মার্টিনের সাদাকালো ছবিটি এই মুহূর্তে সেখানেই আছে।
বন্ড সিনেমার শুটিংয়ের জন্য লিকা ক্যামেরার বিশেষ আবেদন রয়েছে। ইয়ান ফ্লেমিংয়ের ১৯৫৯ সালে প্রকাশিত উপন্যাস, 'গোল্ডফিঙ্গার' এ বন্ড নিজে একটি লিকা এম৩ ব্যবহার করেন। প্রায় নিঃশব্দ শাটার হওয়ায়, এটি দিয়ে ভিলেনের প্রতারণামূলক কর্মকান্ড ক্যামেরাবন্দী করেন তিনি।
'নো টাইম টু ডাই- বিহাইন্ড দ্য সিনস' প্রদর্শনী উপলক্ষে, সিনেমার প্রযোজক মাইকেল জি উইলসন, ক্রেইগ এবং আলোকচিত্রী নিকোলা ডোভ ও গ্রেগ উইলিয়ামস 'লিকা' ক্যামেরা দিয়ে শুটিংয়ের অন্তরঙ্গ মুহূর্তগুলো সিরিজ আকারে ছবিতে তুলে ধরেছেন।
ক্যারি ফুকুনাগা পরিচালিত, জেমস বন্ড চলচ্চিত্র 'নো টাইম টু ডাই' ২০২০ সালের এপ্রিলে মুক্তি দেওয়ার কথা থাকলেও মহামারির কারণে তা ১৮ মাস পিছিয়ে যায়।
আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে 'নো টাইম টু ডাই'। সিনেমায় বন্ডের ভূমিকায় থাকা, ৫৩ বছর বয়সী অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ জানিয়েছেন, এটিই হবে তার শেষ 'বন্ড চলচ্চিত্র'।
- সূত্র- ডেইলি মেইল