মঞ্চে ওঠার আগ মুহূর্তে জন ভন জভির শরীরে কোভিড শনাক্ত, কনসার্ট বাতিল
আমেরিকান গায়ক জন ভন জভি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে মায়ামি বিচের এক কনসার্টের মঞ্চে ওঠার আগ মুহূর্তে তার শরীরে শনাক্ত হয় ভাইরাসটি। এ ঘটনায় ওই কনসার্ট বাতিল করা হয়েছে।
বলে রাখা ভালো, ৫৯ বছর বয়সী এই রকস্টার পূর্ণ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছিলেন।
ওই কনসার্টে অংশ নেওয়া সব ব্যান্ডের সদস্যদের করোনাভাইরাসের একটি র্যাপিড টেস্ট করা হয়েছিল। তাতেই 'ভন জভি' ব্যান্ডের এই ফ্রন্টম্যানের শরীরে ভাইরাসটি ধরা পড়ে। এরপর কড়া নিরাপত্তা বেষ্টনীর ভেতর দিয়ে কনসার্ট স্থল ত্যাগ করেন তিনি।
এর আগে, গত বছর নিজের ১৮ বছর বয়সী ছেলে জ্যাকব, 'বন জভি' ব্যান্ডের কীবোর্ডিস্ট ডেভিড ব্রায়ান ও পারকাসনিস্ট এভারেট ব্রেডলি করোনাভাইরাসে আক্রান্ত হলে বেশ আতঙ্কের ভেতর দিনযাপন করতে হয়েছিল "ইট'স মাই লাইফ"খ্যাত এই গায়ককে।
-
সূত্র: নিউইয়র্ক পোস্ট