শীর্ষস্থান হারাল ‘স্কুইড গেম’
ঋণগ্রস্ত ব্যক্তিদের গল্প নিয়ে নির্মিত কোরিয়ান থ্রিলার 'স্কুইড গেম' নেটফ্লিক্সের সর্বকালের সেরা টিভি শো'র খেতাব পেয়েছে। প্রচারের প্রথম ২৮ দিনেই ১১১ মিলিয়ন দর্শক দেখেছেন এই সিরিজ।
তবে 'স্কুইড গেম' নেটফ্লিক্সে সবচেয়ে বেশি ভিউ, অর্থাৎ, দর্শকদের সর্বোচ্চবার দেখার রেকর্ড গড়তে পারলেও খুব বেশি সময় স্থায়ী হয়নি সেটি।
সাম্প্রতিক হিসাব অনুযায়ী, 'স্কুইড গেম' মার্কিন যুক্তরাষ্ট্রে নেটফ্লিক্সের শীর্ষ ১০ সিরিজের তালিকার প্রথম স্থান থেকে ছিটকে পড়েছে। অর্থাৎ, ২৯ দিনে শেষ হওয়া 'জিনি অ্যান্ড জর্জিয়া' সিরিজের রেকর্ড ভাঙতে পারেনি এই সিরিজ। শুরু হওয়ার পর মোটামুটি টানা ২৪ দিন সিরিজটি তার অবস্থান ধরে রাখতে পেরেছিল।
তবে, ইংরেজি বাদে ভিন্ন ভাষার সিরিজ হিসেবে এখন পর্যন্ত স্কুইড গেম রয়েছে সেরা অবস্থানে।
এদিকে, স্কুইড গেমের অবস্থান ছিনিয়ে নিয়েছে নেটফ্লিক্সের আরেকটি জনপ্রিয় সিরিজ 'ইউ'র তৃতীয় সিজন। কয়েক বছর আগে 'ইউ'র প্রথম সিজন মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে, সেই সময়েও সিরিজটির জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। পেন ব্যাডগলি এবং ভিক্টোরিয়া পেড্রেটি অভিনীত 'ইউ'র তৃতীয় সিজন মুক্তি পেয়েছে শুক্রবার; এরপর থেকে এখন পর্যন্ত সিরিজটি দখল করে নিয়েছে স্কুইড গেমের কয়েক সপ্তাহ ধরে রাখা শীর্ষস্থান।
অবশ্য 'স্কুইড গেম' যুক্তরাষ্ট্রে এক নম্বর স্থান হারালেও যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং হংকংসহ প্রায় ৫০টি দেশে নেটফ্লিক্সের শীর্ষ ১০-এর শীর্ষে রয়েছে। আবার, নিজ দেশ দক্ষিণ কোরিয়াতেও সিরিজটি আরেকটি কোরিয়ান শো 'হোমটাউন চা-চা-চা'র কাছে শীর্ষস্থান হারিয়েছে।
এমন উত্থান-পতনের পরেও স্কুইড গেমের ব্যাপক জনপ্রিয়তা স্প্যানিশ সিরিজ 'মানি হেইস্ট' (লা কাসা ডি পাপেল) এবং ফরাসি সিরিজ 'লুপিন'-এর মতোই সাফল্যের পথে হাঁটছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
-
সূত্র: ইনসাইডার/ফোর্বস