সত্যজিতের জন্মশতবর্ষে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’
১৯২১ সালের ২ মে কলকাতায় জন্মগ্রহণকারী কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী আগামী বছর। তার প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে নতুন চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা সাজিয়েছেন ভারতীয় পরিচালক রাজর্ষি দে। নাম রেখেছেন, 'আবার কাঞ্চনজঙ্ঘা'।
সত্যজিতের 'কাঞ্চনজঙ্ঘা' থেকে নামটি নিলেও এই চলচ্চিত্রের গল্প মৌলিক জানিয়ে রাজর্ষি বলেন, 'ছবির প্রতিটি দৃশ্যে সত্যজিৎ রায়ের ছোঁয়া থাকবে। হতে পারে তা একটি সংলাপে, বা দৃশ্যায়নে...।'
চলচ্চিত্রটিতে অভিনয় করবেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের এক ঝাঁক তারকা। এদের মধ্যে রয়েছেন কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী, গৌরব চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী প্রমুখ। এছাড়া ছোট পর্দার পরিচিত মুখ রণিতা দাস, সোহিনী গুহ রায় এবং অভিনেত্রী শুভশ্রীর বড় বোন দেবশ্রী গঙ্গোপাধ্যাইয়ের চলচ্চিত্রে অভিষেক হবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'য়। বিশেষ চরিত্রে দেখা যাবে গায়ক রূপঙ্করকেও।
পরিচালক বলেন, 'গল্পটা এক পরিবারের, যাদের একটি আদি বাড়ি রয়েছে দার্জিলিংয়ে। কিছুটা সাহেবি কেতায় অভ্যস্ত পরিবার। তবে সাহেবিয়ানার সূর্যও ধীরে ধীরে অস্তমিত হচ্ছে, সেটাও দেখানো হবে গল্পে।'
অন্যদিকে অর্পিতা বলেন, 'আমার এই ছবি নির্বাচনের কারণ মূলত দুটি, সত্যজিৎ রায় এবং কাঞ্চনজঙ্ঘা। আমার চরিত্রের জীবনেও দার্জিলিং ও কাঞ্চনজঙ্ঘার বিশেষ গুরুত্ব রয়েছে।'
রাহুল বলেন, 'লকডাউনের পর থেকে শুধুই ওয়েব সিরিজের শুট করছিলাম। এত বড় কাস্টের সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুব এক্সাইটেড।'
অন্যদিকে, তনুশ্রীর ভাষ্য, 'আমার চরিত্রটায় নানা দিক থেকে টানাপড়েন চলতে থাকে।' ছবিতে দম্পতির চরিত্রে দেখা যাবে রাহুল ও তনুশ্রীকে।
চলচ্চিত্রটির গল্প ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ক্যামেরায় থাকছেন গোপী ভগত। আগামী মাসের শুরুর দিকে আউটডোরে যাচ্ছে ছবির ইউনিট। করোনাভাইরাস সুরক্ষাবিধি মেনেই শুট হবে বলে জানিয়েছেন পরিচালক।
- সূত্র: আনন্দবাজার পত্রিকা