সৃজিত-মিথিলার রাজকীয় রিসেপশনে আমন্ত্রিত টালিউড
শনিবার ভারতের পশ্চিমবঙ্গের স্বভূমির রাজকুটীরে আয়োজিত হতে যাচ্ছে সৃজিত-মিথিলা দম্পতির বিয়ের রিসেপশন। ভারতীয় চলচ্চিত্রকার ও বাংলাদেশি অভিনেত্রী জুটি ইতোমধ্যেই একসঙ্গে 'সৃজিলা' নামে খ্যাতি পেয়েছেন।
বিয়ের প্রায় তিন মাস পর এই প্রীতিভোজ ঘিরে সাজসাজ রব পড়ে গেছে গোটা টালিগঞ্জে। এ অনুষ্ঠানে নিজ ইন্ডাস্ট্রির সবাইকে নিমন্ত্রণ করেছেন টালিউডের প্রখ্যাত চলচ্চিত্রকার সৃজিত। আয়োজনে যেন কোনো ঘাটতি না থাকে, নিজেই তদারকি করছেন সেসব। খবর হিন্দুস্তান টাইমসের।
রিসেপশনের দিন প্রখ্যাত ডিজাইনার শর্বরী দত্তের পোশাকে সাজবেন সৃজিলা। দুজনের পরনেই থাকবে লাল রঙের পোশাক। মিথিলার জন্য থাকছে শর্ববী দত্তের কালেকশনের বিশেষ ওড়না। তবে শাড়িটা নিজের পছন্দেই পরবেন তিনি। অন্যদিকে আচকান আর ধুতি পরবেন সৃজিত।
রিসেপশন অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে দারুণ এক নিমন্ত্রণপত্র তৈরি করেছেন সৃজিলা।