সৌমিত্রের শ্বাসনালীতে সফল অস্ত্রোপচার, আশার আলো দেখছেন চিকিৎসকরা
পরিকল্পনা মতোই বুধবার শ্বাসনালীতে অস্ত্রোপচার করা হয়েছে ভারতীয় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তার ট্রাকিওস্টোমি একদম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে বুধবার রাতে মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন চিকিৎসকরা।
অস্ত্রোপচারের পর ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে ৮৫ বছর বয়সী এই অভিনেতাকে। আপতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
কলকাতার বেলেভিউ হাসপাতাল সূত্রে খবর, এ দিন দীর্ঘ সময় ধরে ট্রাকিওস্টোমি করা হয়েছে সৌমিত্রের। অস্ত্রোপচার করেন প্রখ্যাত ইএনটি বিশেষজ্ঞ দীপঙ্কর দত্ত। শ্বাসনালীর চিকিৎসার অন্যতম মাধ্যম ট্রাকিওস্টোমি টিউব। অস্ত্রোপচার করে শ্বাসনালীতে (ট্রাকিয়া) ট্রাকিওস্টোমি টিউব স্থাপন করা হয়ে থাকে। যাতে নাক-মুখের বদলে গলায় থাকা ওই টিউবের মুক্ত প্রান্তের মধ্য দিয়ে শ্বাসপ্রশ্বাস কার্য সম্পাদিত হয়।
জানানো হয়েছে, ট্রাকিওস্টোমি করার কারণে যে রক্তক্ষরণ, তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের হেমাটোলজি সংক্রান্ত একাধিক সমস্যাও রয়েছে। রক্তে অনুচক্রিকার পরিমাণ বেশ কম। আরও অনান্য সমস্যা রয়েছে। এরমাঝেই সাফল্যের সঙ্গে ট্রাকিওস্টোমি সম্পন্ন হওয়ায় আশার আলো দেখছেন চিকিৎসকরা।
রক্তের নানা বিষয় এবং প্লেটলেট নিয়ে এখনো জটিলতা না কাটায় বৃহস্পতিবার অভিনেতার প্লাজমাফেরেসিসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে অভিনেতার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল টিমের প্রধান অরিন্দম কর জানান, '(বৃহস্পতিবার) প্লাজমাফেরেসিস করা হবে। তেমনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের সচেতনতা ফেরাতে সাহায্য করতে পারে।'
অশীতিপর অভিনেতার শারীরিক অবস্থার পরিবর্তন যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছেন চিকিৎসকরা, তবে সুস্থ হতে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন তা পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে।
তার শরীরে আপতত কোনো জ্বর নেই। বিভিন্ন অঙ্গ মোটামোটি স্বাভাবিকভাবেই কাজ করছে।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সৌমিত্রের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর দিনই বেলেভিউ হাসপাতালে ভর্তি করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে।
- নোট: শিরোনাম, ভাষা ও বাক্য বিন্যাস কিঞ্চিৎ পরিমার্জিত