সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের শেষ শুটিং, কন্যার স্মৃতিতে
৩০ সেপ্টেম্বর ২০২০। এক বছর আগের ঘটনা। করোনার ভয়ে যখন কাবু গোটা ভারত; জটিল পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছিল শুটিং। এসবের মধ্যেও ফ্লোরে দেখা গিয়েছিল কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। বয়সের ভারেও প্রাণের ঝুঁকিকে অনেকটা উপেক্ষা করেই শুটিং ফ্লোরে দেখা গিয়েছিল তাকে।
এই দিনই শেষবারের মতো ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন অভিনেতা।
দক্ষিণ কলকাতার ভারতলক্ষ্মী স্টুডিওতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ঘিরে ছিল তারকা সমাবেশ। একটি সিরিজের জন্য অভিনয় করছিলেন তিনি। কিন্তু শুটিং শেষ হতেই অসুস্থ হয়ে পড়লেন। দিন কয়েকের মধ্যে করোনা টেস্ট, রিপোর্টও পজিটিভ এসেছিল।
মেয়ে পৌলমী ও পরিবারের অন্যান্যরা তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করেন। প্রথম দিকে সুস্থ থাকলেও ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে। তারপরই একদিন 'অপু'র ট্রেন ছুটে গেল। আর ফিরলেন না তিনি।
তবে বাবার কথা মনে করে এখনো মন কাদে আদুরে মেয়ে পৌলমী বসুর। স্মৃতির পাতা থেকে তাই ছোট্ট একটা ঘটনা শেয়ার করেছেন। কিংবদন্তি অভিনেতার শুটিং ফ্লোরে শেষ দিনের ছবি শেয়ার করেছেন তিনি।
ক্যাপশনে লিখেছেন, '৩০ সেপ্টেম্বর ২০২০… এদিন শেষবারের মতো বাবা ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন… একদমই সেইদিন বুঝিনি নতুন একটা অধ্যায় শুরুর সেটাই ছিল শেষদিন। আজ সারাদিন ধরে গত বছরের এই দিনটায় ফিরে ফিরে গেছি বারবার… ভারতলক্ষ্মী স্টুডিওতে শুটিং হয়েছিল… কী এনার্জি ছিল বাপির… আমি অবাক হয়ে যাচ্ছিলাম… সিনেমার প্রতি তার ভালোবাসা কতখানি সেটাই দেখছিলাম… তাতে তিনি কতখানি ডুবে থাকতে পারেন… বাবা তোমাকে আমি খুব ভালোবাসি… ভাইটু, ছোটি, দাদা, আমি তোমাকে প্রতিদিন ভীষণ মিস করি।'