হিমুকে নিয়ে সিনেমা বানাতে চান সৃজিত
কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সৃষ্টি হিমু। হলুদ পাঞ্জাবি গায়ে বাউন্ডুলের মতো ঘুরে বেড়ানো উদাস চেহারার এই যুবক চরিত্রটি অনেক বাংলাভাষীর কাছেই ভালোবাসার আরেক নাম। হিমুকে নিয়ে সিনেমা বানাতে চান কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বললেন, ‘এটি আমার অনেক প্রিয় একটি চরিত্র। একে নিয়ে কাজ করার ভীষণ আগ্রহ আমার।'
বাংলাদেশের ছবি করার ব্যাপারেও আগ্রহী এই নির্মাতা। তিনি বলেন, “এ দেশে অনেক প্রতিভা আছে। জয়া আহসানের সঙ্গে আমি কাজও করেছি। তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করছেন। তার প্রযোজনা সংস্থা থেকে হুমায়ুনের মিসির আলী চরিত্রটি নিয়ে ‘দেবী’ হয়েছে। এরপর হিমু চরিত্রটি কিংবা হুমায়ুন আহমেদের কোনো উপন্যাস নিয়ে যদি তিনি ছবি প্রযোজনা চান, আমাকে যেন বলেন।"
শনিবার সন্ধ্যায় ঢাকার সোনারগাঁও হোটেলে কথা হয় এই পরিচালকের সঙ্গে। সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার ‘দ্বিতীয় পুরুষ’। আলাপ শুরু সেটির সূত্র ধরেই। ১০ বছরের ক্যারিয়ারে ‘দ্বিতীয় পুরুষ’ সৃজিতের ১৮ নম্বর ছবি। তিনি জানালেন, ‘দারুণ ব্যবসা করছে ছবিটি। সবাই হুমড়ি খেয়ে পড়ছে। এটা একজন পরিচালকের স্বার্থকতা।’
বাংলাদেশে সিনেমা নির্মাণের আগ্রহ থেকে এরইমধ্যে কাজ শুরু করেছেন সৃজিত। ‘ফেলুদা ফেরত’ বানাচ্ছেন গ্রামীণ ফোনের স্ট্রিমিং সাইট বায়োস্কোপের জন্য। পাশাপাশি এটা দেখা যাবে কলকাতার আড্ডা টাইমসেও। ফেলুদা চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেতা টোটা রায় চৌধুরী। তার সম্পর্কে সৃজিত বলেন, ‘অসাধারণ করছে টোটা। এরকম ফেলুদা আর কেউ কখনো করেনি কিংবা দেখেওনি।'
অনেকেই তার মধ্যে সত্যজিতের ছায়া দেখেন, জানালেন সে কথাও। বললেন, ‘অনেকে তো আমাকে গরিবের নোলানও ডাকেন। যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ডাকেন, চেনেন। এই ব্যাপারগুলি দারুণ উপভোগ করি।'
আড্ডার পুরোটা সময় তার পাশে বসে ছিলেন স্ত্রী এবং বাংলাদেশি মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। কিছুদিন আগে এই দুজন ঘর বেঁধেছেন। পরিবার, সংসার ও নিজেদের কাজ নিয়ে অকপটে কথা বলেছেন তারা। তার ছবিতে মিথিলাকে কখনো দেখা যাবে কি না- এমন প্রশ্নের জবাবে সৃজিত বলেন, ‘এটা এখনই বলতে পারব না। কারণ অভিনেত্রী চূড়ান্ত করে আমার সিনেমার চরিত্র নির্ধারণ হয় না। বরং চরিত্রটি নিজের জন্য ঠিকঠাক মানুষ বা অভিনয়শিল্পী খুঁজে নেয়। যদি মনে হয় কোনো চরিত্রের জন্য মিথিলা পারফেক্ট, তাহলে তাকে দেখা যাবে। সেরকম চরিত্র যদি না আসে, মিথিলার হয়তো কখনোই আমার ছবিতে অভিনয় করা হবে না। সিনেমার জন্য আমার যদি মনে হয় কাউকে লাগবেই, তাহলে সে শত্রু হলেও বলি চরিত্রটা করে দিয়ে যেতে।’
মিথিলা তার কথায় সম্মতি জানিয়ে বলেন, ‘এ নিয়ে আমারও কিছু বলার নেই। এমন নয় যে, তার সিনেমায় অভিনয়ের জন্য আমি মুখিয়ে আছি। আমার অভিনয় করার সময়টা কম। চাইলেও সবসময় পারব- এমন নয়। তবে সবার কাছে আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া চাই। যেন সুখে শান্তিতে পুরোটা জীবন উপভোগ করতে পারি।’
আমাদের আড্ডা শেষ হতেই সৃজিত ও মিথিলা বাংলাভিশনের উদ্দেশ্যে বের হলেন। সেখানে মিথিলার উপস্থাপনায় ‘আমার আমি’ অনুষ্ঠানে অংশ নেবেন সৃজিত।