হোলি খেলে বৌভাত সৃজিত-মিথিলার
২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় টালিউডের হাজার তারার মেলা বসেছিল ভারতের পশ্চিমবঙ্গের রাজকুটিরে। বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও ভারতীয় চলচ্চিত্রকার সৃজিত মুখোপাধ্যায়ের জমকালো বৌভাতে রঙিন হয়ে উঠেছিল পরিবেশ। হোলি খেলে, রং মেখে একাকার হয়েছিলেন সৃজিলা! হ্যাঁ, এই জুটিকে এ নামেই ডাকে এখন অনেকে।
সেই মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সৃজিত লিখেছেন, 'তোমার কথার রং কি লাল? হলুদ সবুজ হালকা নীল/ বুঝিবা শুভ্র শরৎকাল/ তোমার কথার শঙ্খচিল।' ঠিকই ধরেছেন, কথাগুলো সৃজিতের নিজের নয়। এই অনুভূতি কবীর সুমনের গানেই প্রকাশ করেছেন তিনি।
বৌভাতে ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি হাজির হলে তার সঙ্গে স্ত্রী মিথিলার পরিচয় করিয়ে দেন সৃজিত। সৌরভও মন খুলে আশীর্বাদ করেছেন তাদের। খবর এনডিটিভির।
টালিউড তারকাদের মধ্যে হাজির হয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়, সন্দীপ রায়, অপর্ণা সেন, জিৎ গাঙ্গুলি, টোটা রায়চৌধুরী, রাজ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়, ভরত কউল, ঊষসী চক্রবর্তীসহ আরও অনেকেই।
সৃজিলাকে আশীর্বাদ করে প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বলেন, 'হিন্দু-মুসলিম বুঝি না, ওরা আমাদের ছেলে-বউমা। এটুকুই যথেষ্ট।'
বৌভাত অনুষ্ঠানে লাল ধুতি-ঘিয়ে পাঞ্জাবিতে জমাটি সুতোর কাজে বর বেশে সেজেছিলেন সৃজিত। মিথিলার পরনে ছিল টুকটুকে লাল শাড়ি। হাতে জুঁইফুলের মালা জড়ানো। শরীরে সোনার গয়না, হাতে মেহেন্দি, অল্প মেকআপে স্নিগ্ধ লাগছিল তাকে। অনুষ্ঠান শুরু হয় কেক কেটে বউকে খাওয়ানোর মাধ্যমে।
এদিন বৌভাত ঘিরে হোলি খেলায় মেতে ওঠেন সৃজিলা। এতে তাদের আনন্দের কেন্দ্রে ছিল মিথিলার আগের পক্ষের মেয়ে। সে অবশ্য এখন সৃজিলা দম্পতিরই সন্তান।
বৌভাতে খাবারের মেনুতে ছিল চিংড়ি ও ভেটকি মাছ; ছিল মুরগির মাংস এবং নানা রকমের আমিষ ও নিরামিষের পদ।