আসছে পপাই দ্য সেইলর ম্যানের লাইভ-অ্যাকশন ফিল্ম
আইকনিক কার্টুন চরিত্র পপাই এবার পর্দায় আসছে লাইভ-অ্যাকশন ফিল্মের মাধ্যমে। চেরনিন এন্টারটেইনমেন্ট ও কিং ফিচারস ছবিটি নির্মাণ করবে।
প্রজেক্টটি বড় বাজেটে নির্মাণ করা হবে। চিত্রনাট্যকার মাইকেল ক্যালিও ('সেক্সি বিস্ট', 'দ্য ফ্যামিলি', 'দ্য সোপরানোস') ছবিটির জন্য চিত্রনাট্য প্রস্তুত করছেন।
১৯৮০ সালের রবার্ট অলটম্যান পরিচালিত 'পপাই'-এর পর এটিই হতে যাচ্ছে চরিত্রটিকে নিয়ে প্রথম লাইভ-অ্যাকশন ফিল্ম। ওই ছবিতে রবিন উইলিয়ামস প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন; আরও ছিলেন শেলি ডুভাল।
২০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি ১৯৮০ সালের 'পপাই' ছবিটি বিশ্বজুড়ে ৬০ মিলিয়ন ডলার ব্যবসা করে।
১৯২৯ সালে এই আইকনিক কার্টুন চরিত্রের আবির্ভাব ঘটে। চলতি বছর পপাইয়ের আবির্ভাবের ৯৫তম বার্ষিকী।
চলতি বছর কিছু ভক্ত নিজেরাই পপাইকে নিয়ে বানানো মুভির ট্রেইলার বানিয়েছেন। এসব ট্রেইলার কয়েক মিলিয়ন ভিউ পেয়েছে।