‘ট্রাম্পকে নাচিয়ে ছাড়ব’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মেলানিয়াসহ এই সফরে মাত্র ৩৬ ঘন্টায় দেশটির তিনটি রাজ্য সফর করবেন তিনি। সফরের শুরুতেই তারা যাবেন প্রধানমন্ত্রী মোদির জন্মস্থান গুজরাটের আহমেদাবাদে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহর আহমেদাবাদে অবতরণের পর তাকে নিয়ে যাওয়া হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম সরদার প্যাটেল স্টেডিয়ামে। স্টেডিয়ামটির অন্য নাম মতেরা স্টেডিয়াম। নবনির্মিত এই স্টেডিয়ামটি উদ্বোধন করবেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের সম্মানে সেখানে আয়োজন করা হবে ‘নমস্তে ট্রাম্প’ শিরোনামে একটি অনুষ্ঠান। ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানটিতে কয়েক লাখ লোকের সমাগম ঘটবে।
ওই অনুষ্ঠানেই গান পরিবেশন করবেন উপমহাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী কৈলাশ খের। জনপ্রিয় গান ‘জয় জয় কারা’ দিয়ে কনসার্ট শুরু করবেন তিনি এবং শেষ করবেন জনপ্রিয় শিব ভজন সংগীত ‘আগাদ বাম বাম লাহিড়ি’ দিয়ে।
কৈলাশ খেরের ভাষ্য, এই গান গেয়ে ট্রাম্পকে নাচতে বাধ্য করবেন তিনি।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, “যদি আমি আমার মতো করে গাইতে পারি তাহলে এই গান দিয়ে আমি তাকে (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) নাচিয়ে ছাড়ব।”
অনুষ্ঠানটির আয়োজন করবে ‘ডোনাল্ড ট্রাম্প নাগরিক অভিনন্দন সমিতি’ নামে একটি সংগঠন। ২৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠানটি শেষ হলে ট্রাম্প ও তার বহর আগ্রার উদ্দেশ্যে রওনা দেবেন। আগ্রার ঐতিহাসিক তাজ মহলে কিছু সময় কাটাবেন ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। এরপর সাড়ে ৬টায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন ট্রাম্প।