‘হিমুর বসন্ত’ চলচ্চিত্রে রোমানা নীড়
নতুন চলচ্চিত্র অভিনেত্রী রোমানা নীড়। এ কিউ খোকনের 'ভালোবাসলে দোষ কি তাতে' ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয় এই চিত্রনায়িকার। এরপর আবদুল আওয়ালের 'উতলা মন' ছবিতে অভিনয় করেন। সবশেষ এ কিউ খোকন পরিচালিত 'ভালোবাসি কত বুঝাব কেমনে' ছবিতে অভিনয় করেন নীড়। এরমধ্যে বছর দুই বছর আগে মুক্তি পেয়েছে উতলা মন ছবিটি। বাকিগুলো আছে মুক্তির অপেক্ষায়।
বর্তমানে 'হিমুর বসন্ত' নামে নতুন একটি সিনেমায় অভিনয় শুরু করেছেন রোমানা। সম্প্রতি রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে শুরু হয়েছে নতুন এই সিনেমার। ছবিটি নির্মাণ করছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। কাহিনি-সংলাপও নির্মাতা নিজেই লিখেছেন। নির্মিত হচ্ছে শাপলা মিডিয়ার ব্যানারে।
রোমানা বলেন, "দারুণ একটি গল্প। কাজটি করে বেশ ভালো লাগছে। টানা কাজ চলছে এই শুটিং হাউজে। এ সিনেমায় আমার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন কায়েস আরজু, এলিনা শাম্মী, আনোয়ার সিরাজীসহ অনেকেই।"
এ ছাড়া কদিন আগে প্রথমবার একটি একক নাটকেও অভিনয় করেছেন তিনি। 'প্রেমিক পুরুষ জগলু ভাই' নামের এই নাটকটিতে সহশিল্পী হিসেবে পেয়েছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনকে। নাটকটি আসছে ঈদে প্রচারিত হবে।