আলিয়ার মা হওয়ার খবরে কেঁদে ফেলেছিলেন করণ জোহর
সবার জানা, বলিউড ইন্ডাস্ট্রিতে করণ জোহর আর আলিয়া ভাটের সম্পর্ক বাবা-মেয়ের মতো। করণের হাত ধরেই সিনেমায় নামেন আলিয়া। এরপর বারবার পাশে পেয়েছেন বলিউডের এই পরিচালককে। অভিনেত্রীর বিয়েতে যে ক'জন হাতেগোনা তারকা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন করণ জোহরও।
সম্প্রতি আলিয়া মা হওয়ার খবর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই খবর আগেই ছিল করণের কাছে।
এক সাক্ষাৎকারে করণ জোহর জানিয়েছেন সেই মুহূর্তের কথা যখন তিনি আলিয়ার মা হওয়ার কথা প্রথম জানতে পারেন। পরিচালক জানান, ''আমি কেঁদে ফেলি। ও আমার অফিসে এসেছিল। আমার মনে আছে সেদিন আমার চুল বেগড়বাই করছিল। তাই আমি টুপি আর হুডি পরে বসেছিলাম। ও এসে আমাকে এই কথা বলল। আমার চোখ থেকে আপনাআপনি জল বেরিয়ে এসেছিল। আলিয়া আসে আর আমাকে জড়িয়ে ধরে। আমার মনে আছে প্রথম যে কথাটা আমি বলেছিলাম তা হলো, 'তোমার বেবি হতে চলেছে এটা আমার বিশ্বাসই হচ্ছে না'।''
আলিয়ার মাতৃত্বের প্রসঙ্গে বলতে গিয়ে করণ আরও জানান, "ওটা আমার জন্য খুব ইমোশনাল একটা মুহূর্ত ছিল। এখনও তাই আছে। ওকে মেয়ে থেকে সফল অভিনেত্রী হয়ে উঠতে দেখেছি। এটা যেন তোমার বেবির বেবি হচ্ছে টাইপ ব্যাপার। ওকে নিয়ে আমার খুব গর্ব হয়। বাবা হওয়ার প্রথম অভিজ্ঞতা আমি ওর থেকেই পেয়েছি। ১৭ বছর বয়স যখন ওর, তখন আমার কাছে এসেছিল। আর এখন ও ২৯। ১২ বছর আমাদের দু'জনেরই অভাবনীয় কেটেছে। আমার ওর সঙ্গে সম্পর্ক খুবই ভালো। ওর সন্তানকে কোলে নেওয়ার জন্য আর তর সইছে না। নিজের সন্তানদের প্রথমবার কোলে নিয়ে যে অনুভূতি হয়েছিল, জানি এটাও তেমনই হবে।"