অনুষ্ঠান মাঝপথে ছেড়ে বাড়ি ফিরতে হয়েছিল! নিজের অবসাদ নিয়ে মুখ খুললেন করণ
বলিউডের অন্যতম জনপ্রিয় ও কৃতী পরিচালক-প্রযোজক করণ জোহর। সফল সিনেমা নির্মাতার পাশাপাশি একজন নামজাদা সঞ্চালকও তিনি। প্রায় এক দশক ধরে সফলভাবে দর্শক ও অনুরাগীদের মনোরঞ্জন করে চলেছে তার সঞ্চালিত অনুষ্ঠান 'কফি উইথ করণ'।
সম্প্রতি শুরু হয়েছে 'কফি উইথ করণ'-এর অষ্টম সিজন। নতুন সিজনের প্রথম পর্বে অতিথি হিসাবে এসেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। করণের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে প্রসঙ্গ ওঠে মানসিক স্বাস্থ্যেরও। আনন্দবাজার পত্রিকার খবরে উঠে এসেছে বিস্তারিত।
২০১৪ সাল নাগাদ মানসিক অবসাদের শিকার হয়েছিলেন দীপিকা। সেই সময় তার পাশে ছিলেন রণবীর। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সেই সময় তার তেমন ধারণা না থাকলেও ধৈর্য ধরে দীপিকার সঙ্গ দিয়েছিলেন রণবীর। যুগলের কাছে এই গল্প শোনার পরে নিজের মানসিক অসুস্থতা নিয়েও মুখ খোলেন করণ। করণ জানান, সম্প্রতি এক অনুষ্ঠানের মাঝেই নাকি চূড়ান্ত উদ্বেগের শিকার হয়েছিলেন তিনি।
করণ জানান, সম্প্রতি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের অনুষ্ঠানে হঠাৎ করেই চূড়ান্ত উদ্বেগের সম্মুখীন হন তিনি। করণের কথায়, ''আমার মনে আছে আমি কুলকুল করে ঘামছিলাম। বরুণ (ধাওয়ান) আমার দিকে তাকিয়েছিল। ও আমাকে এসে জিজ্ঞাসা করে, আমি ঠিক আছি কি না। তারপর ও আমাকে একটা খালি ঘরে নিয়ে গিয়ে বসায়। আমি প্রথমে ভেবেছিলাম আমার হার্ট অ্যাটাক হয়েছে। আমার হাত-পা কাঁপছিল। জ্যাকেট খোলার পরেও আমি ঘামছিলাম। আমি তার পরেই ওখান থেকে বেরিয়ে যাই। বাড়ি গিয়ে আমি ঝরঝর করে কেঁদেছিলাম। এদিকে আমি বুঝতেও পারছি না যে আমি কেন কাঁদছি।''
পরের দিন নিজের চিকিৎসককে ফোন করেছিলেন করণ। তাকে সব জানানোর পরে কিছু ওষুধ খাওয়ার পরামর্শ দেন তিনি। 'কফি উইথ করণ'-এ করণ জানান, এখনও পর্যন্ত সেই ওষুধ খাচ্ছেন তিনি। করণ বলেন, ''আমি জানি আমার মা এই পর্বটা দেখে একটু ভয় পাবেন। তবে আমি এটা ভেবে স্বস্তি পাই যে আমি এখন আগের চেয়ে ভাল আছি।''