বাস্তবেও হিন্দি বলতে পারতেন না 'থ্রি ইডিয়টস' এর চতুর রামালিঙ্গম!
২০০৮ সাল। তখনো ফেসবুক, ইনস্টাগ্রামের এত জনপ্রিয়তা ছিল না, ছিল না মিনিটে মিনিটে হোয়াটসঅ্যাপের টুংটাং। আর অনলাইনে ট্রল-মিম? সেসব যেন অন্য জগতের বস্তু! ঠিক তেমনই সময়ে 'থ্রি ইডিয়টস'-এর আবির্ভাব। ছাত্র জীবনের টানাপড়েন, বন্ধুত্ব, কলেজ প্রেম- এই সবকিছু নতুন আঙ্গিকে পর্দায় তুলে ধরেন বলিউড নির্মাতা রাজকুমার হিরানি। সেই সিনেমায় আমির খান, আর মাধবন, শারমান জোশীদের মতো পোড় খাওয়া অভিনেতাদের পাশাপাশি নজর কেড়েছিলেন এক নবাগত। তার নাম ওমি বৈদ্য। এক দশক পরেও দর্শকের কাছে তিনি 'চতুর রামালিঙ্গম' হিসেবেই খ্যাত!
চতুরের ভুলভাল হিন্দি হাসির রসদ জোগায় 'থ্রি ইডিয়টস' ছবিতে। কিন্তু জানেন কি, ওমি বাস্তবেও হিন্দি বলতে পারতেন না? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথা জানিয়েছেন অভিনেতা নিজেই। বর্তমানে আমেরিকায় বসবাস করছেন ওমি, ঝরঝরে ইংরেজি বলতে পারেন। মারাঠিও নেহাত খারাপ বলেন না। কিন্তু হিন্দি? সে তো একেবারেই অজানা! ছবির জন্য তাই রোমানে লেখা হিন্দি সংলাপ এক প্রকার মুখস্থ করতে হত। ভুলভ্রান্তিও হতো প্রচুর। কিন্তু পরিচালকের কড়া নির্দেশ, কোনও ভাবেই সেই ভুল সংশোধন করা চলবে না।
হাসতে হাসতে ওমি বলেন, 'আমি ভুল বললে সবাই হাসত। নিয়ম ছিল, আমার ভুল ধরিয়ে দেওয়া যাবে না। কেউ তা করলে তার চাকরি চলে যাবে।'
কী ভাবছেন? প্রবাসী অভিনেতাকে নাস্তানাবুদ করতে এই বন্দোবস্ত?
একেবারেই না। সবকিছুই আসলে ছবির স্বার্থে। গল্পে ওমির চরিত্রটি অর্থাৎ চতুর বিদেশ থেকে আসা এক ছাত্র। বাকি সকলের মতো সে তো গড়গড়িয়ে হিন্দি বলবে না! পর্দায় বাস্তবতার সেই ছোঁয়া রাখতেই অবলীলায় ভুলভাল হিন্দি বলে যাওয়ার স্বাধীনতা পেয়েছিলেন ওমি।