পুরনো অ্যাটর্নিকে বরখাস্ত করে নতুন দুই আইনজীবী নিয়োগ দিলেন অ্যাম্বার হার্ড
প্রাক্তন স্বামী জনি ডেপের কাছে মানহানি মামলায় হেরে কম আলোচনা-সমালোচনার শিকার হননি হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। আর মামলায় হেরে যাওয়ার পেছনে যে আইনজীবিদের ভূমিকা থাকে, সে তো সবারই জানা। সে কারণেই কিনা, নিজের আইনি দলে পরিবর্তন আনছেন 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রী!
ইতোমধ্যেই নিজের আইনি দলের প্রধান অ্যাটর্নিকে চাকরি থেকে বরখাস্ত করেছেন অ্যাম্বার হার্ড এবং দুজন নতুন আইনজীবী নিয়োগ করেছেন তার মামলা দেখাশোনা করতে। সংবাদমাধ্যম 'রাডার' নিশ্চিত করেছে, ডেপকে ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদালতের যে রায় এসেছে, তার বিরুদ্ধে আপিল করবেন অ্যাম্বার হার্ড।
বহুল আলোচিত মানহানি মামলার রায় ঘোষণার পর পেরিয়ে গেছে দুই মাসেরও বেশি সময়। অবশেষে সোমবার (১৫ আগস্ট) সকালে অ্যাম্বার হার্ডের আপিল করার খবর জানা গেছে। ভার্জিনিয়ার আদালতের রায়ে ডেপ ও হার্ড দুজনকেই দোষী সাব্যস্ত করা হলেও, অ্যাম্বার হার্ডের দোষের পাল্লাই বেশি ভারি বলে রায় জুরিদের। ফলে ডেপকে ১০.৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয় অ্যাম্বার হার্ডকে।
গত ১ জুন মানহানি মামলার রায় ঘোষণার পর থেকে অনেক জল গড়িয়েছে এ নিয়ে, দুই পক্ষের আইনজীবীরাও এখনো কাজ করে যাচ্ছেন মামলাটি নিয়ে। এতদিন যাবত অ্যাম্বার হার্ডের প্রধান অ্যাটর্নি ছিলেন এলাইন ব্রেডহফট। কিন্তু তাকে চাকরিচ্যুত করে ডেভিড এল এক্সেলরড এবং জে ওয়ার্ড ব্রাউনকে নিজের আইনি দলে ভিড়িয়েছেন তিনি।
রাডার অনলাইনকে অ্যাম্বার হার্ডের একজন মুখপাত্র বলেন, "বাকস্বাধীনতার অধিকার রক্ষার প্রসঙ্গে আমরা জুরিদের রায়ের দিকে তাকিয়ে থাকি। একেকটা আদালতের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বা বিচার প্রক্রিয়া থাকে। এখন নতুন করে এত এত প্রমাণাদি সামনে আসছে যে আমাদের নতুন করে ভাবতেই হচ্ছে।"
এক্সেলরড এবং ব্রাউন যৌথ বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন যে তারা অ্যাম্বার হার্ডের আইনি দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন। আপিল করার পর আদালত আইনের সদ্ব্যবহার করবেন এবং ন্যায়বিচার দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সূত্র: জিও টিভি