সবার প্রিয় ছিলাম, আদিত্য-করণরা এখন আমায় আর ডাকে না: অনুপম খের
প্রায় পাঁচশোর বেশি ছবিতে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা অুপম খের। সম্প্রতি মূলধারার হিন্দি ছবিতে তার অনুপস্থিতি সম্পর্কে কথা বলেছেন অভিনেতা। 'দ্য কাশ্মীর ফাইলস' এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 'কার্তিকেয়া ২' ছবিতে সাফল্যে ভাসছেন তিনি।
করণ জোহর, আদিত্য চোপড়া এবং সাজিদ নাদিয়াদওয়ালার অধীনে বড় ব্যানার থেকে অফার পাওয়া বন্ধ হয়ে গিয়েছে অনুপম খেরের মতো অভিনেতার! তাকে পরবর্তীতে দেখা যাবে সূরজ বরজাতিয়ার ছবি 'উনচাই'-য়ে।
অনুপম খের করণ জোহর এবং আদিত্য চোপড়া প্রযোজিত কুছ কুছ হোতা হ্যায়, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, বীর জারার মতো বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন। পুরনো দিনের কথা স্মরণ করে অনুপম বলেন, একসময় তিনি তাদের 'প্রিয়তম' ছিলেন, তবে অজানা কারণে সবকিছু বদলে গিয়েছে।
এক সাক্ষাৎকারে অনুপম বলেন, 'আমি এখন আর ভারতীয় মূলধারার চলচ্চিত্রের অংশ নই। আমি করণ জোহরের কোনও ছবি করছি না। আমি আদিত্য চোপড়ার কোনও ছবি করছি না। আমি সাজিদ নাদিয়াদওয়ালারও কোনও ছবি করছি না। কারণ প্রস্তাব আসেনি। আমি সবার প্রিয় ছিলাম। সবার সঙ্গে কাজ করেছি। কিন্তু আমি ওদের দোষ দিই না, আমাকে আর না ডাকার জন্য।'
তাদের বিরুদ্ধে মনে কোনও রাগ বা অভিযোগ পুষে রাখেননি অনুপম। তিনি অভিনেতা হিসাবে নিজেকে আবিষ্কারের নেশায় মজে রয়েছেন। তিনি বলেন, 'আমাকে তাদের ছবিতে কাস্ট না করার কারণে, আমি একটি পথ খুঁজে পেয়েছি। যেখানে আমি কানেক্ট নামে একটি তামিল ছবিতে কাজ করেছি। টাইগার নাগেশ্বরা রাও নামে একটি তেলুগু ছবিতে কাজ করেছি। আমি সুরজ বরজাতিয়ার 'উনচাই'তে রয়েছি।'
অনুপমের কথায়, 'বলিউড আমাকে ডাকছে না তো কি হয়েছে। আমাকে যদি ওদের জন্য অপেক্ষা করতে হতো তাহলে তো আমাকে বলতে হয়, যারা একসময় আমার বন্ধু ছিল তারা এখন আমাকে উপেক্ষা করছে এবং সিনেমার প্রস্তাব দিচ্ছে না। তবে যাই হোক আমার সত্যিই খুব কষ্ট হয়। কারণ একটা সময় আমি ওদের সঙ্গে কাজ করেছি। আমি কিন্তু কোনও অভিযোগ জানাচ্ছি না। নিজের মনের কথাগুলো বললাম মাত্র। এক সময় যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন নতুন দিগন্তের উন্মোচন হয়। আমিও সেই দিগন্তেরই পথিক। নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছি। অভিনেতা হিসাবে নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ পেয়েছি।'
শীঘ্রই কঙ্গনা রানাওয়াতের 'এমারজেন্সি' ছবিতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে রয়েছেন অনুপম খের।