ন্যুড ফটোশ্যুট বিতর্ক, পুলিশি হাজিরা দিলেন রণবীর সিং
সম্প্রতি পেপার ম্যাগাজিনের জন্য একটি ন্যুড ফটোশ্যুট করে বিতর্কের পাত্র হয়েছেন রণবীর কাপুর। এতদিন নানা অজুহাত দেখিয়ে পুলিশি হাজিরা থেকে দূরে থাকলেও এবার তাকে থানায় হাজির হতেই হলো।
সোমবার সকাল ৭টার সময় থানায় হাজির হন রণবীর। তদন্তের দায়ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্টেটমেন্ট রেকর্ড করেন তিনি। আড়াই ঘণ্টা পর অর্থাৎ সাড়ে ন'টার দিকে সেখান থেকে বেরিয়ে যান রণবীর।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনে রণবীরকে আবারো ডাকা হতে পারে।
রণবীরের বিরুদ্ধে চেম্বুর থানায় এফআইআর করেছিলেন এক স্বেচ্ছাসেবক সংস্থার কর্মী। নগ্ন ফটোশ্যুট করে নারীদের ভাবাবেগে আঘাত এবং তাদের সম্মানহানি করেছেন বলে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। একাধিক ধারায় মামলা রুজু হয় অভিনেতার বিরুদ্ধে।
রণবীরের সেই ফোটোশ্যুটের পর থেকে এ রকম অসংখ্য অভিযোগের পাহাড় জমেছে। দিন কয়েক আগে কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ভারতের সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান। রণবীরের এসব ছবি যাতে পশ্চিম বাংলায় বিশেষভাবে না ছড়ায়, সে বিষয়ে উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেন তিনি।
তবে, পেপার ম্যাগাজিনের ওই শ্যুটের পর কটাক্ষর পাশাপাশি প্রশংসাও পেয়েছেন রণবীর। আইনি জটিলতার এই সময়ে তার পাশে দাঁড়িয়েছেন আলিয়া ভাট, সুমনা চক্রবর্তী, বিদ্যা বালনের মতো তারকারা।