আমার করা 'সবচেয়ে ভদ্র' ঠাট্টার জন্য উইল স্মিথের হাতে থাপ্পড় খেয়েছি: ক্রিস রক
২০২২ সালের অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে থাপ্পড় মেরে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথকে নিয়ে রসিকতা করায় রেগে গিয়ে মঞ্চে উঠে তাকে থাপ্পড় মারেন 'দ্য পারস্যুট অব হ্যাপিনেস' অভিনেতা। সম্প্রতি ক্রিস রক বলেছেন, সেদিনের ঠাট্টাই ছিল তার করা সবচেয়ে 'ভদ্র' ঠাট্টা! আর সেটার কারণেই কিনা হাজারো লোকের সামনে থাপ্পড় খেতে হয়েছে তাকে!
ইংল্যান্ডে নিজের সর্বশেষ কমেডি শো'তে ক্রিস বলেন, "আমি কি ঐ রসিকতার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলাম? ওহ, হ্যাঁ... তাইতো! কিন্তু আমার এখনো পর্যন্ত বলা সবচেয়ে ভদ্র ঠাট্টা ছিল ওটা!"
চলতি বছরের মার্চে অস্কারের মঞ্চে ক্রিস রককে থাপ্পড় মারার ঘটনায় বহু মানুষ উইল স্মিথের নিন্দা জানিয়েছেন। সেদিন অস্কার অনুষ্ঠানের উপস্থাপনা করছিলেন ক্রিস রক। উইল স্মিথ তার স্ত্রী জাডা পিংকেট স্মিথের সাথে বসে ছিলেন দর্শক সারিতে। এসময় ক্রিস রক জাডার চুল কামানো মাথার দিকে ইঙ্গিত করে একটি রসিকতা করেন।
১৯৯৭ সালে ডেমি মুর অভিনীত সিনেমা জিআই জেইন এর দিকে ইঙ্গিত করেন ক্রিস রক। ওই ছবিতে ডেমি মুরের চরিত্র, জর্ডান ও'নিল নেভি সীলে যোগদানের পর মাথা কামিয়ে ফেলেন। এদিকে জাডা পিংকেট স্মিথ কয়েক বছর আগেই একটি টকশোতে জানিয়েছিলেন যে, অ্যালোপেশিয়ায় আক্রান্ত হবার কারণে তিনি তার চুল ফেলে দিতে বাধ্য হয়েছেন।
ক্রিস রক জাডার চুল নিয়ে রসিকতা করায় ক্ষেপে গিয়ে তখনই মঞ্চে উঠে তাকে থাপ্পড় মেরে বসেন উইল স্মিথ। যদিও জাডা নিজেও জানিয়েছেন, উইল স্মিথ 'বাড়াবাড়ি' করেছেন এবং এটি তিনি সমর্থন করেন না।
থাপ্পড়-কাণ্ডের পর আগামী ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হয় উইল স্মিথকে। উইল স্মিথ জানিয়েছেন, এ ঘটনার পর তিনি ক্রিস রকের সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু ক্রিস এখনো দেখা করতে প্রস্তুত নন। ৫ মিনিটের একটি ভিডিও ক্লিপে তিনি ক্রিস রক ও তার মা রোজ রকের কাছে ক্ষমাও চান। অস্কার অনুষ্ঠানের বেশ কিছুদিন পর জনসম্মুখে ক্ষমা চান উইল স্মিথ।