দেখতে অবিকল ঐশ্বরিয়া রাই, পাওয়া গেল সাবেক বিশ্বসুন্দরীর আরও একজন 'ডুপ্লিকেট'!
বলিউডের নীল নয়না সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন, যার রূপ-অভিনয়ের জাদুতে মুগ্ধ ছেলে-বুড়ো থেকে ধরে সবাই। মিস ওয়ার্ল্ডের মঞ্চ হোক কিংবা অভিনয় ক্যারিয়ার, সবখানেই শীর্ষে এই সাবেক বিশ্বসুন্দরী। তার মতো সুন্দরী ভারতে দ্বিতীয় কেউ নেই, এমনটা দাবি করেন অনেকেই। তবে সম্প্রতি ঐশ্বরিয়ার মতো দেখতে এক নারীর খোঁজ পাওয়া গেছে, যাকে নিয়ে উৎসাহে নড়েচড়ে বসেছেন নেটিজেনরা!
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় ঐ নারীর নাম আশিতা সিং। ঐশ্বরিয়া রাইয়ের সাথে তার চেহারার দারুণ মিল! বলিউডের জনপ্রিয় গান এবং লাইনগুলিতে ঠোঁট-মেলানোর ছোট ভিডিও শেয়ার করে জনপ্রিয়তা পেয়েছেন আশিতা। ইনস্টাগ্রামে আড়াই লক্ষের উপরে অনুসারী তার। ইনস্টাগ্রামে সর্বশেষ ভিডিওতে আশিতা 'কুচ কুচ হোতা হ্যায়' সিনেমা থেকে কাজলের একটি সংলাপের সঙ্গে ঠোঁট নাড়িয়েছেন। সেখানে অনেক ভক্তই তাকে 'অ্যাশ' বলে মন্তব্য করেছেন। একজন ভক্ত তাকে 'তরুণী ঐশ্বরিয়া' বলেও ডেকেছেন।
তবে ঐশ্বরিয়া রাই বচ্চনের 'ডুপ্লিকেট' নারীর দেখা এবারই প্রথম নয়। এর আগে 'লাকি: নো তাইম ফর লাভ' সিনেমার নায়িকা স্নেহা উল্লালের সাথে ঐশ্বরিয়ার চেহারার অনেক মিল পাওয়া গেছে। তাকেও 'ডুপ্লিকেট ঐশ্বরিয়া' তকমা দিয়েছিলেন অনেকে।
'পোন্নিয়ান সেলভান' দিয়ে পর্দায় কামব্যাক করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মণিরত্নম পরিচালিত এই তামিল চলচ্চিত্রের প্রধান চরিত্র নন্দিনী। সিনেমায় নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবী, দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। ছবিতে ঐশ্বরিয়া ছাড়া আরও অভিনয় করছেন বিক্রম, কার্তি, জয়াম রবি, তৃষা কৃষ্ণন এবং মোহন বাবু।
তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস 'পোন্নিয়ান সেলভান' অবলম্বনে তৈরি এই সিনেমা। দুটি পার্টে তৈরি হচ্ছে এই ছবি। চলতি বছর মুক্তি পাবে প্রথম পার্ট। মণি রত্নমের সঙ্গে এর আগে 'ইরুভর' (১৯৯৭), 'গুরু' (২০০৭), 'রাবণ' (২০১০)-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন ঐশ্বর্য। ২০১৯ সালে 'পোন্নিয়ান সেলভান'-এর শ্যুটিং শুরু হয়েছিল। কিন্তু করোনা মহামারীর কারণে থমকে গিয়েছিল ছবির কাজ। পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার শুরু হয়েছে কাজ।
আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে 'পোন্নিয়ান সেলভান'-এর প্রথম পার্ট। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই পিরিওডিক ড্রামা।