'ব্রহ্মাস্ত্র'র স্পয়লার না দিতে ভক্তদের অনুরোধ করলেন রণবীর কাপুর
ভক্তদের জন্য নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'ব্রহ্মাস্ত্র'র এক বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন ছবির পরিচালক-প্রযোজকেরা। বলিউডে বয়কটের জোয়ার থেকে নিজের ছবিকে বাচাতে প্রচারণায় কমতি রাখেননি ছবির কলাকুশলীরা। এবার বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত হয়ে ভক্তদের স্পয়লার না দিতে অনুরোধ করলেন সিনেমার নায়ক 'শিবা', অর্থাৎ রণবীর কাপুর।
গত ৯ সেপ্টেম্বর 'ব্রহ্মাস্ত্র' মুক্তির আগেরদিনই আয়োজন করা হয়েছিল এই বিশেষ শো-এর। সিনেমার নায়িকা, নিজের স্ত্রী আলিয়া ভাটকে নিয়ে সেখানে হাজির হয়েছিলেন 'রকস্টার' অভিনেতা। সাথে ছিলেন ছবির পরিচালক অয়ন মুখার্জিও।
সেদিনের আয়োজনের একটি ভিডিও এই মুহূর্তে টুইটারে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা গেছে, অভিনেতাকে ঘিরে উল্লাস করছেন দর্শকরা এবং 'ব্রহ্মাস্ত্র'র রিভিউ দিচ্ছেন।
কিন্তু রণবীরের মুখ তখন অন্য সুর। অভিনেতা বলেন, "একটাই অনুরোধ- এই সিনেমার যা ই একটু স্পয়লার আছে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করবেন না। কারণ যারা এখনো ছবিটি দেখেনি, তারা চাইলে পুরোপুরি আগ্রহ-উত্তেজনা নিয়ে এটা দেখতে।"
কিন্তু 'ব্রহ্মাস্ত্র' টিম ছবির মূল গল্প প্রকাশ না করার চেষ্টা চালালেও, ব্যক্তিগত স্ক্রিনিংয়ে যেসব দর্শক গিয়েছিলেন, তাদের কেউ কেউ ছোট ছোট ভিডিও অনলাইনে ফাঁস করে দিয়েছেন। এমনকি ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের ক্যামিও চরিত্র যে সত্যিই আছে, তাও প্রকাশ করেছেন ভক্তরা।
সূত্র: জিও নিউজ