ওটিটিতে ‘ইন্দুবালা ভাতের হোটেল’, পঁচাত্তরের শুভশ্রীকে দেখে ভক্তদের মুগ্ধতা
চুল সাদা, কুঁচকানো চামড়া, চোখে চশমা, বয়স যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে। 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর পোস্টারে সত্যিই শুভশ্রীকে চেনা দায়।
মঙ্গলবার মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের পোস্টার। এটি দিয়েই ওটিটি-তে ডেবিউ হচ্ছে পশ্চিমবাংলার এই জনপ্রিয় অভিনেত্রীর। পোস্টার দেখেই রাজ-পত্নীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
৫ পূর্ণ করে ৬-এ পা দিলো ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম হইচই। সেই উপলক্ষে তারা ২৫টি নতুন সিরিজ, সিনেমা ঘোষণা করেছে। সেই তালিকায় ব্যোমকেশ, ফেলুদার পাশাপাশি জায়গা করে নিল ইন্দুবালা।
এদিকে স্ত্রী শুভশ্রীর লুক শেয়ার করে টলি-পরিচালক রাজ চক্রবর্তী লিখেছেন, 'নিজেকে ভেঙে 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ পঁচাত্তর বছর বয়সী একজন মহিলার চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই৷ হ্যাটস অফ গোটা টিমকে। জানি খুব ভালো হবে। অপেক্ষায় রইলাম৷'
কল্লোল লাহিড়ির 'ইন্দুবালা ভাতের হোটেল' উপন্যাস নিয়ে এই সিরিজ আনছেন দেবালয় ভট্টাচার্য।
পরিচালক জানিয়েছেন, গল্পে ইন্দুবালার বয়স ১৬ থেকে ৭৫ বছর। তবে ইন্দুবালার ২৫-৭৫ দেখানো হবে। এই সিরিজে অভিনেত্রী দুই সন্তানের বিধবা মা। পূর্ববঙ্গ থেকে এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন। আর সংসার ও সন্তানপালনের জন্য খুলবেন ভাতের হোটেল। তার জীবনসংগ্রামই ফুটে উঠবে ওয়েব সিরিজে।
আপাতত ইউরোপ ট্যুরে আছেন রাজ আর শুভশ্রী। প্যারিসের ছবি দিয়ে চোখ ধাঁধাচ্ছেন। সঙ্গে রয়েছে খুদে ইউভানও।