ব্যাটম্যান চরিত্র নিয়ে 'মূর্খ' মন্তব্য করে অডিশন থেকে বাদ পড়েছিলেন পিয়ার্স ব্রসনান!
মুক্তির অপেক্ষায় থাকা 'ব্ল্যাক অ্যাডাম' চলচ্চিত্রে 'ডক্টর ফেইট' চরিত্রে অভিনয়ের মাধ্যমে ডিসি ইউনিভার্সে আত্মপ্রকাশ করছেন পিয়ার্স ব্রসনান। কিন্তু জেমস বন্ড খ্যাত অভিনেতা সম্প্রতি জানিয়েছেন, ১৯৮৯ সালের 'ব্যাটম্যান' চলচ্চিত্রে অভিনয়ের জন্য অডিশন দিতে গেলেও নিজের একটি 'মূর্খ' মন্তব্যের জন্য তিনি ওই চরিত্রটি পাননি।
'দ্য টুনাইট শো'-তে পিয়ার্স ব্রসনান জানান, 'ব্যাটম্যান' চলচ্চিত্রের অডিশন দেওয়ার জন্য পরিচালক টিম বার্টনের সাথে তার দেখা হয়েছিল। জেমস বন্ড সিনেমা দিয়ে বিশ্বজোড়া খ্যাতি পাওয়া এই অভিনেতার ভাষ্যে- "ডক্টর ফেইট এর মতো একটি সুপারহিরো চরিত্রে অভিনয় করার বিষয়টি নিয়ে আমি ভাবিনি বললেই চলে।" তিনি আরও জানান, ক্যারিয়ারে এ ধরনের সুপারহিরো চরিত্রে অভিনয়ের প্রস্তাব তিনি খুব কমই পেয়েছেন।
ব্রসনান আরও বলেন, "আমি টিম বার্টনকে মূর্খের মতো কিছু একটা বলে ফেলেছিলাম অডিশনের সময়। আমি বলেছিলাম, আমি বুঝতে পারছি না কোনো পুরুষ ট্রাউজারের ওপরে কেন অন্তর্বাস পরবে! তারপরের কাহিনী তো সবারই জানা... যোগ্য ব্যক্তিই (মাইকেল কিটন) সেই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিল।"
এদিকে পিয়ার্স ব্রসনান 'ব্যাটম্যান' সিনেমায় অভিনয়ের সুযোগ হারালেও, জেমস বন্ডের চরিত্র দিয়ে এই ফ্র্যাঞ্জাইজির সাথে যুক্ত ছিলেন। ১৯৯৫ সালে 'গোল্ডেন আই' সিনেমায় বিখ্যাত ব্রিটিশ সিক্রেট সার্ভিস এজেন্ট জেমস বন্ড জিরো জিরো সেভেনের চরিত্রে অভিনয় করেন তিনি।
সম্প্রতি ব্রসনানকে জিজ্ঞেস করা হয়েছিল, ড্যানিয়েল ক্রেইগের পর জেমস বন্ড চরিত্রে কোন অভিনেতাকে নেওয়া উচিত বলে তিনি মনে করেন? এর জবাবে ৬৯ বছর বয়সী অভিনেতা বলেন, "কার অভিনয় করা উচিত এ চরিত্রে? তা নিয়ে আমার মাথাব্যথা নেই। তারা কাকে এ চরিত্রে বসায়, সেই ব্যক্তিটি কে তা দেখার জন্যই অপেক্ষা করছি! যে ই হোক, তার জন্য আমার শুভ কামনা রইলো।"
পিয়ার্স ব্রসনান অভিনীত 'ব্ল্যাক অ্যাডাম' মুক্তি পাবে আগামী ২১ অক্টোবর।
সূত্র: ভ্যারাইটি