ভাবতেই পারিনি দর্শকের থেকে এত ভালোবাসা পাবো: রাজ
এক দশক আগে নতুন এক স্বপ্ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ঢাকায় এসেছিলেন শরিফুল রাজ। ঢাকার শোবিজে তখন থেকেই পথচলা শুরু হয় তার। তবে তা র্যাম্প মডেলিংয়েই সীমাবদ্ধ ছিল। র্যাম্প শোতে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে তার গ্রহণযোগ্যতা।
র্যাম্পের সাবলীল পারফরম্যান্স তাকে ফ্যাশন জগতে দ্রুতই পরিচিতির আলোয় নিয়ে আসে। কিন্তু অভিনয়ের স্বপ্ন মনের কোনে জমা থাকলেও তা কখনই প্রকাশ করেননি রাজ। দেশ সেরা কোরিওগ্রাফারদের সঙ্গে কাজ করে সেসময় তিনি একজন মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
২০১৫ সাল ছিল সেই মাহেন্দ্রক্ষণ, যে বছর রাজের মনের লালিত স্বপ্ন বাস্তবায়নের সুযোগ হয়। সেসময় 'আইসক্রিম' নামের একটি সিনেমার জন্য তরুণ অভিনেতা খুঁজছিলেন নির্মাতা রেদওয়ান রনি। সৌভাগ্যক্রমে রাজকে সিনেমার নায়ক হিসেবে বেছে নেন তিনি। ঘুরে যায় তার তার ক্যারিয়ারগ্রাফ।
সিনেমাটিতে অভিনয়ের পর খুব বেশি আলোচনায় না থাকলেও একজন অভিনেতা হিসেবে রাজের যাত্রা শুরু হয়। 'আইসক্রিম'-এ অভিনয়ের পর থেকে রাজও আগ্রহী হয়ে ওঠেন অভিনয় নিয়ে। আগের মতোই র্যাম্প মডেলিং চালিয়ে যান আর সেই সঙ্গে অভিনয়ের সুযোগের অপেক্ষায় থাকেন তিনি। নির্দিষ্ট বিরতিতে চলে থাকে তার অভিনয় অধ্যায়।
এরপর ২০১৭ সালে তানিম রহমান অংশুর পরিচালনায় 'ন ডরাই' নামের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শরিফুল রাজ। এ সিনেমায় রাজের অভিনয় বেশ প্রশংসা কুড়ায়। এর ফলশ্রুতিতেই তার হাতে আসতে থাকে সিনেমার কাজ।
হাতে আসে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় 'গুণিন' সিনেমার কাজ। এ বছরের মার্চে মুক্তি পায় সিনেমাটি। এরপর জুলাইতেই রাজের অভিনীত দুটি সিনেমা মুক্তি পায়। প্রথমে মুক্তি পায় রায়হান রাফির পরিচালনায় 'পরাণ' এবং কিছুদিন পর মুক্তি পায় মেজবাউর রহমান সুমনের পরিচালনায় নির্মিত 'হাওয়া'।
এরমধ্যে 'পরাণ' সিনেমাটিতে সুঅভিনয়ের কারণে আলোচনার তুঙ্গে চলে আসেন শরীফুল রাজ। এটি মুক্তির পর থেকে সাফল্যের হাওয়ায় মেতে আছেন এই অভিনেতা। 'পরাণ' এর পর 'হাওয়া' সিনেমাতেও কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেন রাজ। ব্যাপক দর্শকপ্রিয়তা নিয়ে এখনও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
এ-ই শেষ নয়! আগামী ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে রাজ অভিনীত আরেক সিনেমা 'দামাল'। এটিও পরিচালনা করেছেন রায়হান রাফি। সিনেমাটির প্রচারণার কাজ নিয়ে এখন বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।
এ প্রসঙ্গে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে শরীফুল রাজ বলেন, "মুক্তিযুদ্ধকালের একটি বিষয় নিয়ে সিনেমার গল্প তৈরি করা হয়েছে। এখানে একটি ফুটবল দল আছে। আমি সেই দলের খেলোয়াড়।"
"এতে অভিনয় করতে গিয়ে আমার খুবই ভালো লেগেছে। আমি আগে থেকেই ফুটবল খেলায় পারদর্শী," বলেন তিনি।
দিনাজপুরে শুটিং হওয়া সিনেমাটি নিয়ে রাজ বলেন, "সামনেই বিশ্বকাপ ফুটবল খেলা রয়েছে। ফুটবল খেলা নিয়ে যেহেতু সবাই মেতে থাকবেন, তাই এই সময়টায় সিনেমাটি প্রাসঙ্গিক। আমি এটির সফলতা নিয়ে আশাবাদী।"
পরান কিংবা হাওয়া সিনেমার অপ্রত্যাশিত সাফল্যে এই অভিনেতা দারুণ অভিভূত। তিনি বলেন, "আমি খুবই ভাগ্যবান যে দর্শক আমার অভিনীত সিনেমা আগ্রহ নিয়ে দেখছেন। যে স্বপ্ন নিয়ে সিনেমায় অভিনয় শুরু করেছিলাম তার অনেকটাই পূরণ হয়েছে।"
"আমি ভাবতেই পারিনি যে দর্শকের কাছ থেকে এত ভালোবাসা পাবো। এজন্য প্রথমত আমি আমার সিনেমার পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাকে অভিনয়ের সুযোগ না দিলে আজকের এ অবস্থানে আমি আসতে পারতাম না,"
"আমি সুযোগটাকে অবহেলা না করে পরিশ্রম করেছি। হয়ত তারই প্রতিদান দর্শক দিচ্ছেন," বলেন এই অভিনেতা।
অভিনয়ের জন্য নির্দিষ্ট কোনো পরিকল্পনা সাজিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "পরিকল্পনা ছাড়া কোনো কিছুই ভালো হয়না। আমি গল্প এবং চরিত্রকে গুরুত্ব দিয়ে অভিনয় করার চেষ্টা করি। কেউ খেয়াল করলেই বুঝতে পারবে।"
সামনে আরো কিছু সিনেমার কাজ হাতে রয়েছে এই জনপ্রিয় চিত্রনায়কের। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় 'কাজল রেখা', নিয়ামুল মুক্তার পরিচালনায় 'রক্তজবা' এবং মনিমের পরিচালনায় 'দেয়ালের দেশ'- এ তিন সিনেমার কাজ রয়েছে তার হাতে। এগুলোও পর্যায়ক্রমে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে গুঞ্জন ওঠেছে, রাজ আবারও র্যাম্পে আসছেন। কিন্তু এ নিয়ে রাজের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, "আমি প্রায় পাঁচ বছর আগেই র্যাম্পে কাজ করা বন্ধ করে দিয়েছি। সিনেমার জন্যই আমার এই সিদ্ধান্ত। আপাতত র্যাম্পের কাজ নিয়ে কোনো পরিকল্পনা কিংবা ইচ্ছা নেই।"
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুখী রাজ। আলোচিত চিত্রনায়িকা পরিমনি তার সহধর্মিনী। কিছুদিন আগে সন্তানের বাবা হয়েছেন। সাফল্যের পরের সময়টা কেমন উপভোগ করছেন জানতে চাইলে রাজ বলেন, "সফলতা সব সময়ই সুখের হয়। আমিও বেশ ফুরফুরে মেজাজেই আছি। তবে খুব বেশী যে আত্মতৃপ্তিতে ভূগছি তা কিন্তু নয়।"
"দর্শকের আমার ওপর যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার প্রতিদান দিয়ে যেতে হবে এখন। আমার প্রতি প্রত্যাশাও এখন আকাশচুম্বী।"