‘দিওয়ানা’ নয়, ইংরেজি ভাষার এ সিনেমা দিয়েই অভিনয়জগতে আসেন শাহরুখ!
শাহরুখ খানের প্রথম সিনেমা কী? এই প্রশ্নের উত্তরে তার সব ভক্তই বলবেন, 'দিওয়ানা'। আবার কিং খানের সম্পর্কে সব ধরনের তথ্য যাদের ঠোঁটের ডগায় থাকে তারা জানেন, শাহরুখের প্রথম মুক্তি পাওয়া ছবি 'দিওয়ানা' হলেও, আসলে তিনি প্রথম যে ছবির জন্য সই করেন সেটি হলো 'রাজু বান গ্যায়া জেন্টলম্যান'। নানা কারণে এ সিনেমার মুক্তিতে দেরি হয়েছিল।
কিন্তু অনেকেই হয়তো জানেন না, এর বহু আগে ছোটপর্দার জন্য সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান। সেই হিসাবে শাহরুখের প্রথম ছবি 'দিওয়ানা' বা 'রাজু বান গ্যায়া জেন্টলম্যান নয়'। বরং টেলিভিশনের জন্য নির্মিত ইংরেজি ভাষার 'ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস' নামক সিনেমা দিয়েই তার অভিষেক হয়।
১৯৮৯ সালে ছোট পর্দার জন্য নির্মিত হয় সিনেমাটি। এর প্রেক্ষাপট ছিল সত্তরের দশকের এক আর্কিটেকচার কলেজ। ছবির নায়ক সেই কলেজের এক ছাত্র, ছাত্রটি তার শেষ বছর কাটাচ্ছে এই কলেজে এবং সেখানেই তার সঙ্গে নানা ঘটনা ঘটছে।
এ সিনেমায় কলেজছাত্র অর্থাৎ নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অর্জুন রায়না। সিনেমায় নায়িকার ভূমিকায় ছিলেন বুকার-জয়ী লেখিকা অরুন্ধতী রায়।
এই সিনেমাতেই শাহরুখ অভিনয় করেন এক সমকামী চরিত্রে। তাকে দেখা যায়, ওই কলেজের এক সিনিয়রের ভূমিকায়।
পরবর্তীকালে এই সিনেমা সম্পর্কে বলতে গিয়ে শাহরুখ বলেন, তিনি রীতিমতো আতঙ্কে ছিলেন। কারণ সিনেমায় তাকে যে ধরনের ভাবভঙ্গী নিয়ে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছিল, সেটি তার কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছিল। সিনেমার মোটে দুটি দৃশ্যেই দেখা যায় যায় শাহরুখকে।
তবে তিনি একাই নন, এই সিনেমায় ছিলেন পরবর্তীকালের আরেক নামজাদা অভিনেতা মনোজ বাজপেয়ী। ছবিটির নির্দেশনার দায়িত্বে ছিলেন প্রদীপ কৃষেণ।
শাহরুখ সেই সময়ে দিল্লিতে বিভিন্ন থিয়েটার দলের হয়ে কাজ করেছিলেন। সেভাবেই তার কাছে এই ছবির অফার আসে।
তবে এই ছবির আদি প্রিন্ট এখন আর পাওয়া না গেলেও, ইউটিউবে পুরো সিনেমাটিই পাওয়া যাবে।