ইলন মাস্ক মালিকানা গ্রহণের পর টুইটার ছেড়েছেন যে ৫ তারকা!
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণের পর থেকেই তোলপাড় ইন্টারনেট জগত। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনে নেওয়ার আইনি জটিলতা থেকে শুরু করে মালিকানা গ্রহণের পর মাস্কের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, সব মিলিয়ে উত্তপ্ত টুইটার! মালিকানা গ্রহণের পরপরই টুইটারের সিইওসহ শীর্ষ চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন মাস্ক। তবে তার বিভিন্ন সিদ্ধান্তের জেরে নিজে থেকেই টুইটার ছাড়ছেন অনেক খ্যাতনামা তারকা। সেই তালিকায় হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড থেকে শুরু করে জনপ্রিয় মডেল জিজি হাদিদও রয়েছেন!
টুইটারে ইলন মাস্ক সবচেয়ে পরিচিত নাম ছিলেন অনেকদিন আগে থেকেই। এই প্ল্যাটফর্মটিতেই নিয়মিত নানা খবরাখবর দিতেন তিনি। মালিকানা গ্রহণের পরপরই টুইটারের ভেরিফিকেশন ফিল ৮ ডলার করেছেন টেসলার সিইও, সেই সাথে ছাঁটাই করেছেন প্রতিষ্ঠানটির অর্ধেক কর্মীকে! তার আরও অনেক সিদ্ধান্ত নিয়ে বিভক্ত নেটিজেনরা।
তবে এই সব ডামাডোলের মধ্যেইইলন মাস্ক টুইটারের কর্তা হয়ে বসায় এই প্ল্যাটফর্মটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন একাধিক তারকা। চলুন দেখে নেওয়া যাক তেমনই কয়েকজন তারকার নাম!
অ্যাম্বার হার্ড
ইলন মাস্কের সাথে অ্যাম্বার হার্ড নাম আগে থেকেই জড়িয়ে। 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রীর তার প্রাক্তন স্বামী জনি ডেপের সাথে মানহানি মামলায় জড়ানোর পর আস্তে আস্তে খবর প্রকাশিত হয় যে ইলন মাস্কের সাথেও রোমান্টিক সম্পর্কে জড়িয়েছিলেন অ্যাম্বার হার্ড। মাস্ক তাকে বহুমূল্য গাড়ি উপহার দিয়েছেন বলেও গুঞ্জন ওঠে।
তবে সম্প্রতি প্রাক্তন প্রেমিক টুইটারের মালিকানা নেওয়ার পর এই প্ল্যাটফর্ম ত্যাগ করেছেন অভিনেত্রী! 'দ্য আমব্রেলা গাই' নামের জনৈক টুইটার ব্যবহারকারী অ্যাম্বার হার্ডের একাউন্তের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে 'এই অ্যাকাউন্টটি আর নেই' লেখা।
হুপি গোল্ডবার্গ
টেলিভিশ শো হোস্ট হুপি গোল্ডবার্গ তার এবিসি'র শো 'দ্য ভিউ'তে এসে টুইটার ছাড়ার ঘোষণা দেন। ৬৬ বছর বয়সী এই উপস্থাপিকার ভাষ্যে, টুইটার অনেক বেশি 'এলোমেলো' হয়ে গেছে এবং সবকিছু আবার ঠিক হয়ে গেলে, তিনি যদি স্বস্তি অনুভব করেন, তাহলে তিনি আবার টুইটারে ফিরে আসবেন।
জিজি হাদিদ
ইলন মাস্ক টুইটারের মালিক হওয়ার পর নিজের একাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন মডেল জিজি হাদিদ। পরে ইনস্টাগ্রাম স্টোরিতে ২৭ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, নতুন নেতৃত্বের হাতে টুইটারে 'ঘৃণা ও গোঁড়ামির আধিপত্য' বেড়েছে। তিনি আরো যোগ করেন, টুইটারে তার অনেক ভক্ত থাকলেও তিনি আর এই প্ল্যাটফর্মটির মাধ্যমে যুক্ত থাকতে চান না।
টনি ব্রাক্সটন
টুইটারের মালিকানা স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা, অর্থাৎ ইলন মাস্কের হাতে যাওয়ার পর এই প্ল্যাটফর্ম ছেড়েছেন আমেরিকান গায়িকা টনি ব্রাক্সটন। টুইটার ত্যাগের আগে তিনি টুইটারে লিখেছেন, " টুইটার অধিগ্রহণের পর থেকে এখানে 'বাক স্বাধীনতা'র কিছু নমুনা দেখে আমি আতঙ্কিত। বাঁক স্বাধীনতার আড়ালে এখানে যে ঘৃণা ছড়ানো হচ্ছে তা মোতেই গ্রহণযোগ্য নয়। আর তাই আমি যতদিন না পর্যন্ত এই প্ল্যাটফর্মটিকে নিজের জন্য নিরাপদ মনে করছি, ততদিন পর্যন্ত আমি টুইটার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি।"
শোন্ডা রাইমস
চিত্রনাট্যকার ও প্রযোজক শোন্ডা রাইমস ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের পর টুইটার ছেড়েছেন। এর আগে তিনি টুইট করে গেছেন- "ইলন মাস্ক যেভাবে টুইটার নিয়ে পরিকল্পনা করেছে, সেখানে আমার থাকার ইচ্ছা নেই। বিদায়।"